শেষ আপডেট: 1st August 2024 18:59
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পূর্ব কলকাতা জলাভূমির উপর তৈরি বহুতল ভাঙল প্রশাসন৷ অভিযোগ, কোনওরকম অনুমোদন ছাড়াই বেআইনিভাবে তৈরি হয়েছিল বহুতলটি ৷ নজরদারি এড়িয়ে কীভাবে কলকাতার একেবারে লাগোয়া এলাকায় এই বহুতল নির্মাণ হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন।
কলকাতার মুকুন্দপুর লাগোয়া জগদীপোতা। এখানেই জলাভূমি ভরাট করে তৈরি করা হয়েছিল বহুতল ৷ আদালতের নির্দেশ নিয়ে এই বহুতল ভাঙার কাজ শুরু করল সোনারপুর ব্লক প্রশাসন ৷ বৃহস্পতিবার সকালে সোনারপুরে বিডিওর উপস্থিতিতে শুরু হয় বহুতল ভাঙার কাজ। গন্ডগোল এড়াতে নরেন্দ্রপুর থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। তারপরেই শুরু হয় চারতলা এই বাড়ি ভাঙার কাজ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুপ্তি জানা নামে একজনের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করেছে ব্লক প্রশাসন। তিনিই প্রথম জলাভূমি বুজিয়ে বাড়ি তৈরি হচ্ছে বলে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। এক সপ্তাহের মধ্যে পুরো বাড়িটি ভেঙে ফেলা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ৷
খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতা নস্কর জানান, এই এলাকায় যে সমস্ত বেআইনি নির্মাণ হয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ করবেন তাঁরা। তিনি বলেন, "জমিটা যাঁর, তিনিই হাইকোর্টে কেস করেছিলেন তাঁর জমিতে বেআইনি নির্মাণ হয়েছে। তারপরেই হাইকোর্ট থেকে ব্যবস্থা নেওয়ার জন্য জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়। নির্দেশের প্রতিলিপি আসে আমাদের কাছেও।" তারপরেই এই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার উদ্যোগ নেন তাঁরা।