শেষ আপডেট: 16th September 2024 13:33
দ্য ওয়াল ব্যুরো: লাগাতার দুর্যোগে হুগলি নদীতে দুর্ঘটনার মুখে বাংলাদেশি বার্জ। 'এমভি সানরাইজ সবুজ বাংলা' নামে এই বার্জটিতে নাবিক-সহ ১০ জন বাংলাদেশি রয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কর্তারা।
রবিবার সন্ধ্যায় প্রবল দুর্যোগ চলছিল। কাকদ্বীপের হারউড পয়েন্ট উপকূল থানার সূর্যনগর এলাকায় হুগলি নদীতে তুমুল ঢেউ সামাল দিতে না পেরে নদীর পাড়ে উঠে পড়ে বার্জটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জেলা প্রশাসনের কর্তারাও ছুটে আসেন। স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে নিয়ে তাঁরাই বার্জটিকে শক্ত কাছি দিয়ে বেঁধে ফেলেন। পুলিশ প্রশাসনের তরফে কলকাতা বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বার্জের এজেন্সিকে খবর দেওয়া হয়।
রবিবার সকাল থেকেই দুর্যোগ শুরু হয়েছিল দক্ষিণবঙ্গে। বিকালের পর পরিস্থিতির একটু উন্নতি হওয়ার পরে খিদিরপুর থেকে বাংলাদেশি বার্জটি নামখানা পাড়ি দিয়েছিল। ছাই ভরতে যাওয়ার পথে সন্ধ্যার ঠিক আগেই হুগলি নদীতে তুমুল ঝড়-বৃষ্টির মধ্যে পড়ে বার্জটি। টালমাটাল অবস্থায় নদীর পাড়ে উঠে যায় বার্জটি।
নাবিক-সহ ১০ জন বাংলাদেশি রয়েছেন ওই বার্জে। তাঁদের নীচে নামতে নিষেধ করা হয়েছে। সেখানেই তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।