শেষ আপডেট: 16th February 2025 17:57
দ্য ওয়াল ব্যুরো: একজনের নাম আলমিশা খাতুন, অপরজন নেহা মাঝি। নার্ভের জটিল সমস্যা নিয়ে পরিবারের সঙ্গে সেবাশ্রয় ক্যাম্পে এসেছিল দুই শিশু। একজন ভুগছে অ্যাসপেকসিয়া রোগে এবং আরেকজনের স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি হয়েছে। ক্যাম্পে সবরকম প্রয়োজনীয় চিকিৎসার পর আরও অত্যাধুনিক চিকিৎসার জন্য বেঙ্গালুরুর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, আলমিশা নোদাখালির বাসিন্দা। অ্যাসপেকসিয়া রোগে আক্রান্ত হয়েই পরিবারের সঙ্গে ক্যাম্পে আসে। অন্যদিকে, হুগলির বাসিন্দা নেহা মাঝির শিরদাঁড়ায় সমস্যা হয়েছে। সে কারণে সেবাশ্রয় ক্যাম্পে পরীক্ষা করানোর প্রর চিকিৎসকদের পরামর্শ নিয়ে বেঙ্গালুরুর নিমহানস হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন ডায়মণ্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ।
জানা গেছে, চিকিৎসক সুরজ হালদারকে দুই শিশুর পরিবারকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক। তৃণমূল সাংসদই চিকিৎসার সবরকম খরচ বহন করবেন।
কয়েকদিন আগে অভিষেকের উদ্যোগে ৯ বছরের শিশু আলতাফ হোসেন ঘরামির ওপেন হার্ট সার্জারি হয়েছে। আলতাফের শারীরিক অবস্থা স্থিতিশীল। সুস্থ হয়ে উঠছে সে। পরে অসুস্থ আলতাফকে দেখতে হাসপাতালে যান সাংসদ। চিকিৎসক এবং আলতাফের অভিভাবকদের সঙ্গেও কথা বলেন তিনি।
অন্যদিকে, দু’বছরের কৃতী মান্নাকে নিয়ে ‘সেবাশ্রয়’ ক্যাম্পে এসেছিলেন বাবা-মা। শিশুটি জটিল রোগে আক্রান্ত। তাঁকে সুস্থ করে তুলতে যে ইনজেকশনগুলি প্রয়োজন, তা কলকাতায় পাওয়া যায় না বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা। এরপরই তড়িঘড়ি দিল্লির এইমস থেকে ওই ইনজেকশনগুলি তড়িঘড়ি আনানোর ব্যবস্থা করেন তিনি। কৃতীর যাবতীয় চিকিৎসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
গত ২ জানুয়ারি থেকে ‘সেবাশ্রয়’ কর্মসূচি শুরু করেছেন ডায়মন্ডহারহারের সাংসদ। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করা হয়েছে এখানে। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পরীক্ষা, ওষুধ প্রদান, প্রয়োজনে হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে এখান থেকে। ৭৫ দিন ধরে ‘সেবাশ্রয়’ কর্মসূচি চলবে। এই কর্মসূচির আওতায় ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভায় প্রায় ৪০টি জায়গায় স্বাস্থ্যপরীক্ষা শিবির চলছে।