শেষ আপডেট: 30th November 2024 17:07
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ঘটনার পর থেকে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিস্তর প্রশ্নের মুখে পড়েছে রাজ্য। সরকার দাবি মানলেও ডাক্তারদের সঙ্গে কিছুটা হলেও মনোমালিন্য রয়েই গেছে। এবার সেই ক্ষতে প্রলেপ দিতেই আসরে নামলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের লোকসভা কেন্দ্রেই স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত ‘সেবাশ্রয়’ শুরু করলেন। শনিবার আমতলায় একটি চিকিৎসক সম্মেলনে যোগ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এদিন অভিষেক যখন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তখনই সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাত বিধানসভার মানুষদের জন্য বিশেষ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। চলবে আগামী ৭৫ দিন। তবে এদিনের অনুষ্ঠানে অভিষেক নিজেই ঘোষণা করেন নতুন বছরের ২ জানুয়ারি থেকে সেখানকার মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।
Shri @abhishekaitc has launched the Sebaashray initiative in Diamond Harbour, embodying the belief that people come first.
— All India Trinamool Congress (@AITCofficial) November 30, 2024
Starting January 1, 2025, this 75-day programme will bring free health camps to all 7 Assembly Constituencies of Diamond Harbour.
True to his commitment,… pic.twitter.com/YJLXLjYwOE
আরজি কর কাণ্ডের পরবর্তী পর্যায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। চিকিৎসকদের নিয়ে এর আগে এমন কোনও বৈঠকে যোগ দিতে দেখা যায়নি তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককে।
ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভার বিভিন্ন এলাকায় জানুয়ারি মাসে ২ তারিখ থেকে আগামী ৭৫ দিন স্বাস্থ্য শিবির হবে। প্রতিটি বিধানসভায় ১০ দিন করে স্বাস্থ্য শিবির করার পরিকল্পনা হয়েছে। শনিবারের কর্মসূচিতে যোগ দেন ১২০০-রও বেশি চিকিৎসক। তাঁদের মধ্যে ৩০০-র বেশি জুনিয়র ডাক্তার ও শ’তিনেক মহিলা চিকিৎসকও ছিলেন।
তৃণমূলের সর্ব স্তরের সংগঠনকে ডায়মন্ড হারবার এলাকায় এই কর্মসূচিতে মাঠে নামিয়েছেন অভিষেক। শহর এলাকায় পুরপ্রতিনিধি এবং গ্রামীণ এলাকায় পঞ্চায়েতের নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ব্লক এবং অঞ্চল স্তরের তৃণমূল নেতারাও মাঠে নেমেছেন। কোভিডের সময় থেকেই ‘মডেল’ হিসাবে উঠে এসেছিল ডায়মন্ড হারবার। সে কোভিডের নমুনা পরীক্ষাই হোক, বা একাধিক স্বাস্থ্য শিবির প্রথম থেকেই নিজের লোকসভা কেন্দ্রের মানুষের পাশে থাকতে দেখা গেছে অভিষেককে।
স্বাস্থ্য শিবিরে মানুষের শরীরের পরীক্ষা নিরিক্ষার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা মিলবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন ডাক্তাররা। তাঁদের কাঁধেই এই গুরু দায়িত্ব তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।