শেষ আপডেট: 16th October 2024 15:14
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বাবার সামনে যুবতীর শ্লীলতাহানি! এই ঘটনায় এক ভিলেজ পুলিশ সহ সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল পুলিশ। বসিরহাটের ভারত-বাংলাদেশ এমন ঘটনা ঘটেছে।
স্বরূপনগর থানার হাকিমপুর বিতারি গ্রাম পঞ্চায়েতে স্বরূপদহ সীমান্ত রয়েছে। ২৪ বছরের ওই যুবতী বাবার সঙ্গে করে সীমান্তে ঘোরাঘুরি করছিল। তাঁদের বাড়ি কর্ণাটকের বেঙ্গালুরুতে। বাবা-মেয়ে সীমান্ত ঘোরাঘুরি করতে দেখে কর্তব্যরত ভিলেজ পুলিশ ও এক সিভিক ভলান্টিয়ার তাঁদের কাছে যায়। জিজ্ঞাসাবাদ শুরু করেন। সেই সময়ে তাঁদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চায়। কিন্তু তাঁরা কোনও কাগজপত্র দেখাতে পারেননি। অভিযোগ, এই সময়ে যুবতী ও তাঁর বাবার কাছ থেকে মোটা অঙ্কের টারা দাবি করে ওই ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়ার। এরপরেই মোবাইল ছিনিয়ে নিয়ে ইউপিআই অ্যাপ থেকে ৪৬ হাজার টাকা জোর করে ট্রানজেকশন করিয়ে নেয়। অস্বীকার করলে বাবার সামনেই যুবতীর শ্লীলতাহানি করে ওই দুজন। যুবতীর বাবাকে মারধর করা হয়।
এরপরেই যুবতী ও তাঁর বাবা স্বরূপনগর থানায় গিয়ে ওই ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে স্বরূপনগর থানার পুলিশ। অভিযুক্তদের বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বসিরহাট মহকুমা আদালতের বিচারক ওই যুবতীর গোপন জবানবন্দি নেওয়া হয়।
তবে যুবতী ও তাঁর বাবাকে নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। কেন সীমান্তে তাঁরা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন, সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।