পোষ্য়কে নিয়ে হাসপাতালে! শুভেন্দুর পোস্টে বিতর্ক।
শেষ আপডেট: 13th September 2024 21:13
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পোষ্য়র চিকিৎসা করাতে অ্যাম্বুল্যান্সে করে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনাকে গিয়ে বিতর্ক তৈরি হয়েছে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিষ্ণুপুরে।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, বিষ্ণুপুর ২ ব্লকের তৃণমূল সভাপতি নবকুমার বেতাল। তাঁর স্ত্রী সোমাশ্রী বেতালও দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে রয়েছে। তাঁরা নিজেদের পোষ্য কুকুরকে নিয়ে অ্যাম্বুল্যান্সে করে আমতলা রুরাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী একটি টুইট করেছেন।
২০১৫ সালে এসএসকেএমে এক কুকুরের ডায়ালিসিসের অভিযোগ ওঠে। সেই ঘটনায় নাম জড়িয়েছিল তৃণমূলের চিকিৎসক-নেতা তথা নির্মল মাজির। এবার আরও এক তৃণমূল নেতার নাম জড়াল।
গত ২ সেপ্টেম্বর, সোমবার দুপুর ২টা ৩০মিঃ থেকে দুপুর ৩টা নাগাদ সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতাল ও ওনার স্ত্রী, যিনি দক্ষিণ ২৪পরগনা জেলা পরিষদের বিদ্যুত কর্মাধ্যক্ষা; শ্রীমতি সোমাশ্রী বেতাল তাঁদের এক পোষ্যকে সাধারণ… pic.twitter.com/iPxW4RrLQy
— Suvendu Adhikari (@SuvenduWB) September 13, 2024
ঘটনা নিয়ে হাসপাতালে সুপারকে জিজ্ঞেস করা হলে তাঁর বক্তব্য, কুকুটিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে সেখানে কোনও চিকিৎসা হয়নি। তাঁদের পশুচিকিৎসালয়ে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনা নিয়ে অভিযুক্ত দুই নেতাই কোনও প্রতিক্রিয়া দেননি।
বিরোধী নেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে গোটা ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, "ডায়মন্ড হারবার মডেল, মানুষ ব্রাত্য, তৃণমূল নেতার পোষ্যকে অগ্রাধিকার।"
তবে এবিষয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, " পান্ডবদের শেষ যাত্রায় কুকুর গিয়েছিল। কুকুরের নানা রূপ আছে। দেখে মনে হচ্ছে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে, তবে রোগীকে বঞ্চিত করে নিয়ে যাওয়া হয়েছে কি না, সেটা আগে দেখা হোক।"