শেষ আপডেট: 9th September 2024 12:54
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: আরজি করের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় গর্জে উঠেছে গোটা বাংলা। রবিবার ছিল তৃতীয় রাত দখলের দিন। মধ্যরাত পর্যন্ত মানুষ প্রতিবাদে সামিল হয়েছিলেন। পানিহাটিতেও চলছিল আন্দোলন। সেই সময়ে মদ্যপ অবস্থায় নাগরিক মঞ্চের মিছিল আটকানোর চেষ্টা করার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। পানিহাটি পুরসভা এলাকার সুভাষনগর অঞ্চলে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, মিছিলে ঢুকে হুমকি-চমকি দিতে দিচ্ছিলেন ওই তৃণমূলকর্মী। সাংবাদিকরা তাঁকে বাধা দিতে গেলে আরও বেশ কয়েকজন যুবক তৃণমূল পরিচয়ে হুমকি দিতে শুরু করে। খবর সংগ্রহ করতে বাধা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরে আন্দোলনকারীরা একত্রিত হয়ে প্রতিবাদ করলে তারা পালিয়ে যায়।
নির্যাতিতার খুনের বিচারের দাবিতে রবিবার পানিহাটি থেকে মহামিছিলের আয়োজন করছিলেন নাগরিকসমাজ। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বারবার স্লোগান ওঠে।
এদিন সন্ধেয় নৈহাটিতেও প্রতিবাদীদের মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমন পরিস্থিতির জন্য পুলিশি নিষ্ক্রিয়তাকেই দায়ী করছেন প্রতিবাদীরা। আন্দোলনের মধ্যেই এক তরুণীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। জামাকাপড় ছিঁড়ে দেওয়ার হয় বলে অভিযোগ।
স্থানীয় সূত্রের খবর, এদিন নৈহাটি ফেরিঘাট থেকে মিছিল শুরু হয়। রামকৃষ্ণ মিশনের কাছে শান্তিপূর্ণ সেই মিছিলে ঢুকে ঝামেলা শুরু করেন কয়েকজন। প্রতিবাদ জানাতে গেলে মারধরও করা হয়। ঘটনায় বেশ কয়েকজন স্কুল পড়ুয়া জখম হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় তুমুল উত্তেজনার পরিবেশ তৈরি হয়। প্রতিবাদীদের অভিযোগ, অশান্তির সময় পুলিশকে দেখা যায়নি। পরে ২-৩ জন পুলিশ কর্মী আসেন। তাঁদেরকে ঘিরে পাল্টা বিক্ষোভ দেখান প্রতিবাদীদের একাংশ। পরে এ ব্যাপারে একটি টুইট করেন সিপিএমের যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
বসিরহাট ইছামতি ব্রিজের সামনে রাত জাগো কর্মসূচি শুরু করেন লেখক ও শিল্পীমহল। প্ল্যাকার্ড এবং মোমবাতি নিয়ে বিচারের দাবিতে সামিল মহিলারা। এমনকি খুদেরাও প্রতিবাদের সামিল হয়েছে তার পাশাপাশি জাস্টিস না পেলে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা। কিন্তু এরপরে তাঁদের পাল্টা হুমকি দেয় কয়েকজন বলে অভিযোগ।