শেষ আপডেট: 18th October 2024 17:03
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: আগেই ধরা পড়েছিল মারণ রোগ ক্যানসার। চিকিৎসাও চলছিল। তবে এভাবে যে শেষ হবেন, তা যেন কল্পনাও করতে পারেনি গোটা পরিবার। খবর আসার পর থেকেই শোকে মুহ্যমান গোটা পরিবার।
ভিন রাজ্য থেকে চিকিৎসা করিয়ে আসার পর শারীরিক অসুস্থতা আবারও বেড়ে যাওয়ায় গাইঘাটা থানার ঢাকুরিয়া এলাকার বাসিন্দা বছর ৪৭ এর উত্তম বর্ধনকে ভর্তি করা হয়েছিল শিয়ালদহের ইএসআই হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল তার। আর কয়েকদিন পরেই ছুটি দেওয়া হবে বলে পরিবারের লোকেদের জানিয়ে দিয়েছিলেন চিকিৎসকরা। তবে বাড়ি আর ফেরা হল না। তার আগেই শেষ হয়ে গেল সবকিছু। শুক্রবার সকালে বাড়িতে এসে পৌঁছল চরম দুঃসংবাদ। ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হল উত্তম বর্ধনের।
একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন উত্তমবাবু। এক মেয়ে রয়েছে তাঁর। এদিন সকালে হঠাৎই শিয়ালদহর ইএসআই হাসপাতালে আগুন লাগে। প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও মুহূর্তেই তা বিধ্বংসী আকার নেয়। দমকলের দশটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাসপাতালে থাকা প্রায় ৮০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হলেও, দুজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় উত্তম বর্ধনের। কীভাবে আগুন লাগল তা এখনও জানা সম্ভব হয়নি। তদন্ত চালাচ্ছে প্রশাসন।