শেষ আপডেট: 17th October 2024 13:03
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: মাছ ধরতে গিয়ে সীমা লঙ্ঘন! ভারতীয় দুটি ট্রলারকে আটক করল বাংলাদেশের নৌসেনা। ওই দুটি ট্রলারে থাকা ৩১ জন মৎস্যজীবীকেও আটক করেছে তারা। বাংলাদেশের প্রশাসন জানিয়েছে, মৎস্যজীবীদের ট্রলার দুটি ভারতীয় জল সীমান্ত পার করে বাংলাদেশে দিকে চলে এসছিল। সেই সময়ে ওই দেশের নৌবাহিনী তাঁদের আটক করে। ওই ৩১জন মৎসজীবীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ভারতীয় মৎস্যজীবীদের সংগঠন জানিয়েছে, গত ১২ অক্টোবর কাকদ্বীপ থেকে মাছ ধরতে সমুদ্রের দিকে পাড়ি দিয়েছিল এফবি মা বাসন্তী ও এফবি জয় জগন্নাথ নামে দুটি ট্রলার। ১৪ অক্টোবর বাংলাদেশের জল সীমার মধ্যে ঢুকে পরে ট্রলার দুটি। সেই সময়ে বাংলাদেশের নৌবাহিনী সেখানে টহল দিচ্ছিল। ঘটনাটি নজরে আসতেই তারা অবৈধ্য অনুপ্রবেশের জন্য ভারতীয় ট্রলার দুটিকে আটক করে।
বাংলাদেশের প্রশাসন সূত্রে খবর, এই ৩১ জন মৎস্যজীবীকে আটক করে প্রথমে পটুয়াখালি মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হয়। তার পরে তাঁদের বাংলাদেশের কলাপাড়া থানার হাতে তুলে দেওয়া হয়। বুধবার সকালে কাকদ্বীপের মৎস্যজীবী সংগঠনের কাছে এই খবর আসে।
এদিকে ওই ৩১ জন মৎস্যজীবীদের পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এক মৎস্যজীবীর স্ত্রী জানিয়েছেন, বুধবার তাঁদের কাছে খবর আসে, যে তাঁর স্বামী সহ বাকিরা মৎস্যজীবীরা আটক হয়েছে। ওই মহিলা আরও জানিয়েছেন, সোমবার তাঁর স্বামীর সঙ্গে শেষবার কথা হয়েছে। তাঁকে বলেছিলেন ট্রলার নিয়ে মাছ ধরতে যাচ্ছি। সঙ্গে ১৫ জন সঙ্গী রয়েছে। এরপরে তিনি আর স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
এখন বাংলাদেশের পরিস্থিত ভালো নয়। গণ অভ্যুত্থানে হাসিনা সরকার পড়ে যাওয়া পরে হাসান ইউনুসের অন্তর্বতী সরকার দেশ চালাচ্ছে। সেখানে আইন শৃঙ্খলা এখন তলানিতে। ফলে আটক হওয়া ৩১ জন মৎস্যজীবীকে কীভাবে ফিরিয়ে নিয়ে আসবে এই দেশের প্রশাসন, সেই প্রশ্নই এখন আটকদের পরিবারের মনে ঘোরাফেরা করছে।
এদিকে সুন্দররবনের সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন, বুধবার সকালে দু'টি ভারতীয় মা বাসন্তী ও জগন্নাথ ট্রলারকে বাংলাদেশের নৌবাহিনী আটক করেছে ৷ পটুয়াখালিতে নিয়ে গিয়েছে ৷ কলাপাড়া থানায় হাতে তুলে দেওয়া হয়েছে ৷ সকলেই কাকদ্বীপ এলাকার বাসিন্দা ৷