শেষ আপডেট: 5th November 2024 14:44
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: নরেন্দ্রপুরেও গণধর্ষণ। অভিযুক্ত দু'জনকে গ্রেফতার করল পুলিশ। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এক তরুণীকে বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে চারজন গণধর্ষণ করে বলে অভিযোগ। মঙ্গলবার ধৃত দুজনকে বারুইপুর আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৩ তারিখ। অভিযোগকারিণী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমের অভিযুক্ত এক যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়। গত ৩ নভেম্বর ওই যুবক তাঁকে দেখা করার জন্য নরেন্দ্রপুরে একটি জায়গায় ডাকে। সরল মনে তরুণীও ওই যুবকের সঙ্গে দেখা করতে রাজি হয়ে যান। নির্ধারিত দিনে দুজনের দেখা হয়। এরপরেই ওই যুবক তরুণীকে সঙ্গে করে এক বন্ধুর বাড়িতে যায়। সেখানে আগে থেকে কয়েকজন যুবক ছিল।
অভিযোগ, তরুণীকে ওই সময়েই পানীয় খেতে দেওয়া হয়। সেই পানীয় পান করে নেশাগ্রস্ত হয়ে পড়েন ওই তরুণী। সেই সময়ে ওই চার যুবক তরুণীকে ধর্ষণ করে। এই ঘটনার পরেই কোনওরকমে সেখান থেকে বেরিয়ে এসে নরেন্দ্রপুর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তরুণী।অভিযোগকারিণীর দাবি, ওই পানীয়র সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে খাইয়েই এই ঘটনা ঘটায় ওই চারজন।
তরুণীর কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত নামে। গড়িয়া থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। যদিও বাকি দুই অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের জেরা করছেন তদন্তকারীরা। তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। একই সঙ্গে গোপন জবানবন্দি নেওয়ার জন্য ব্যবস্থা করেছে পুলিশ।