শেষ আপডেট: 22nd October 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: রেস্তোরাঁয় খেয়ে টিপস্ দেন তো? কত দেন? ৫০, ১০০ অথবা রেস্তোরাঁর নাম বুঝে আর পকেটের বহর বুঝে কখনও বা ৫০০! লক্ষ টাকা টিপস্ দিয়েছেন কখনও বা দেওয়ার কথা স্বপ্নেও ভেবেছেন? রেস্তোরাঁয় খেতে গিয়ে এমনটাই কিন্তু করে ফেলেছেন এক ব্যক্তি। কী খেয়ে সদয় হয়ে তিনি এমন টিপস্ দিয়েছেন জানেন?
জল। তাও মাত্র দু’বোতল। তাতেই সন্তুষ্ট ব্যক্তি। গলা ভিজিয়ে পরম শান্তিতে সুন্দরী ওয়েটারের হাতে তুলে দিয়েছেন নোটের গোছা। কড়কড়ে নোটের বান্ডিলে তখন জ্বলজ্বল করছে দশ হাজার ডলার, ভারতীয় টাকায় যার মূল্য প্রায় ৭ লক্ষ ৩৫ হাজার টাকা।
গ্রিনভিলের ‘সুপ ডগস’ রেস্তোরাঁর বেশ নাম রয়েছে। এখানেই ঢুঁ মেরেছিলেন ওই ব্যক্তি। পেশায় তিনি একজন নামী ইউ টিউবার। পোশাকি নাম মিস্টার বিস্ট। রেস্তোরাঁ মালিকের কাছে অনুরোধ করেছিলেন দু’বোতল জলের। অর্ডার পেয়ে জল এনে তো আলিয়ানা অবাক। আরে! ইনি তো সেই ইউ টিউবার যাঁর অনেক সুখ্যাতি। ঢকঢক করে জল খেয়ে তেষ্টা মিটিয়ে বিস্ট তখন যুবতীর দিকে চেয়ে মিটিমিটি হাসছেন।
আলিয়ানার বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই ও প্রান্ত থেকে ভেসে আসে ভারী গলায় কয়েকটা শব্দ। ‘সুস্বাদু জলের জন্য ধন্যবাদ’। সুদর্শন গ্রাহকের থেকে এই কয়েকটি কথা শুনে ততক্ষণে লজ্জায় লাল সুন্দরী ওয়েটার। তবে গ্রাহক যে শুধু প্রশংসা করেই থামলেন না সেটা বোঝা গেল মিনিট খানেক পরই। এক গোছা কড়কড়ে নোট পকেট থেকে বার করে যুবতীর হাতে তুলে দিলেন তিনি। নোট গুণে তো আলিয়ানার চোখ কপালে। এ কি করেছেন বিস্ট। এ তো লক্ষ টাকার টিপস্।
হাতে টিপস্ নিয়ে বেশ হাসিমুখে পোজও দিয়েছেন আলিয়ানা। সেই ছবি এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল। তবে টিপসে্র টাকা অনেকের সঙ্গেই ভাগ করে নিতে চান আলিয়ানা। তাঁর কথায়, "এমন টিপস্ পেয়ে আমি অভিভূত। এটা আমার কাছে আশীর্বাদ। আমার মতো অনেক কলেজ পড়ুয়াই এই রেস্তোরাঁয় কাজ করেন। টাকাটা আমি মানুষের উপকারের কাজে লাগাতে চাই। "