শেষ আপডেট: 22nd October 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: পুজোর ছুটিতে বেড়াতে গিয়েছিলেন সিকিমে। কিন্তু আর ফেরা হলো না ঘরে। খাদে গাড়ি উল্টে মৃত্যু হলো ৫ বাঙালি পর্যটকের। দু'জনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার সন্ধে বেলা পশ্চিম সিকিমের রিশি বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৪০০ফুট গভীর খাদে পড়ে যায় পর্যটকদের গাড়িটি। ওই গাড়িতে মোট আট জন পর্যটক ছিলেন। তাঁরা প্রত্যেকেই উত্তর চব্বিশ পরগণার বাসিন্দা।
ঘটনাস্থলেই মৃত্যু হয় নীহারেন্দু বিশ্বাস, ব্রজেন পাঠক, আশালতা পাঠক, বিভাস পাঠক এবং লিলি পাঠকের। ব্রজেনবাবু এবং আশালতাদেবীর ছেলে বিভাস ছিলেন পেশায় চিকিৎসক। মৃত নীহারেন্দুবাবু বারাসতের বাসিন্দা। বাকি পাঠক পরিবারের চার জনই মছলন্দপুরের বাসিন্দা।
জানা গিয়েছে দমদম, বারাসাত এবং মছলন্দপুরের ১৩-১৪ জনের দল একটি দল সিকিমে বেড়াতে গিয়েছিলেন। সোমবার সন্ধে বেলা গ্যানটকের হোটেলে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মানালিতে খাদে গাড়ি উল্টে মৃত বাঙালি পর্যটক, গুরুতর জখম আট
সোমবারই জানা গিয়েছিল, হিমাচলের মানালিতে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার বাসিন্দা বিশ্বজিৎ দাসের। এ বার পাঁচ বাঙালি পর্যটকের মৃত্যু হলো সিকিমে।