শেষ আপডেট: 6th April 2023 10:55
দ্য ওয়াল ব্যুরো: আকারে-আয়তনে বিশাল। দৈর্ঘ্যে প্রায় ১৫০ ফুট। বিশাল গ্রহাণু (Asteroid) ছুটে আসছে পৃথিবীর দিকে। আগামী বৃহস্পতিবারই এই গ্রহাণু পৃথিবীর একদম কাছ ঘেঁষে বেরিয়ে যাবে বলে আশঙ্কা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার। জেট প্রপালসন ল্যাবরেটরি এই গ্রহাণুর দিকে কড়া নজর রাখছে।
নাসা জানিয়েছে, পাঁচ পাঁচটি গ্রহাণু পৃথিবীর দিকে এগিয়ে আসছে। যাদের মধ্যে 2023 FZ3 গ্রহাণুটি সবচেয়ে বড়। প্রতি মুহূর্তে এর গতি বাড়ছে এবং পৃথিবীর থেকে দূরত্ব কমছে। আগামী বৃহস্পতিবার পৃথিবীর সঙ্গে টক্কর হবে কিনা সে নিয়ে আতঙ্কিত নাসার বিজ্ঞানীরা।
গ্রহাণুটির গতিবেগ ৬৭ হাজার ৬৫৬ কিলোমিটার প্রতি ঘণ্টা। ৬ এপ্রিল বৃহস্পতিবার পৃথিবীর খুব কাছ দিয়ে বেরিয়ে যাবে এই গ্রহাণু।
যে সমস্ত গ্রহাণু বা ধূমকেতুর পৃথিবীর খুব কাছ দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, নাসার গ্রহাণু ওয়াচ ড্যাশবোর্ড সেগুলির উপরে কড়া নজর রাখে। প্রতিটি এনকাউন্টারের জন্য নিকটতম তারিখ, আনুমানিক বস্তুর ব্যাস, আপেক্ষিক আকার এবং পৃথিবী থেকে দূরত্ব সবই নিরীক্ষণ করা হয়।
গ্রহাণুরা প্রায়ই আসে, পৃথিবীর কাছ ঘেঁষে বেরিয়ে যায়। কিছুদিন আগেই একটা বড় ট্রাকের মতো আকারের গ্রহাণু আচমকা অন্ধকার থেকে উদয় হয়ে পৃথিবীর একেবারে কাছাকাছি চলে এসেছিল। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, যে গ্রহাণুটি পৃথিবীর একদম কাছে চলে এসেছে তার নাম asteroid (199145) 2005 YY128। গ্রহাণুটির ব্যাস ৫৮০ থেকে ১৩০০ মিটারের মধ্যে। গড় ব্যাস প্রায় সাড়ে ন'শো মিটার, আয়তনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের থেকে বড়।
ভারতের তৈরি চোখের ওষুধে সংক্রামক ব্যাকটেরিয়া ছড়াচ্ছে আমেরিকায়! অন্ধ হয়ে গেছেন ৮ জন
এর মধ্যেই এক গ্রহাণুর সঙ্গে পৃথিবীর হাল্কা সংঘর্ষ হয়েছিল। পৃথিবীতে ঢুকে পড়েছিল কোন ফাঁকে। পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে হাল্কা টক্কর দিয়ে সোজা ঢুকে এসেছিল ভিতরে। কিন্তু তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল পৃথিবীর বাতাস। অনবরত সংঘর্ষ হতে হতে শেষে ইংলিশ চ্যানেলের উপর প্রচণ্ড বিস্ফোরণ ঘটায় সেই ভিনদেশি গ্রহাণু (Asteroid)। তার শরীর ছিন্নভিন্ন হয়ে হাজার হাজার ওয়াটের আলোকরশ্মি বেরিয়ে আসে। ইংলিশ চ্যানেলের আকাশ ভরে যায় আলোর রোশনাইতে।