শেষ আপডেট: 14th September 2019 18:21
দ্য ওয়াল ব্যুরো : উইনস্টন চার্চিলের ব্লেইনহেম প্রাসাদ থেকে চুরি হয়ে গেল ১৮ ক্যারেটের সোনার কমোড। দাম প্রায় আট কোটি টাকা। বৃহস্পতিবার রাতে একদল চোর ঢুকে চুরি করে এই কমোড। এই ঘটনায় ৬৬ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে ব্রিটেন পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর ৪টে ৫০ নাগাদ এই প্রাসাদে ঢকে চোরের দল। তারপরে ওই সোনার কমোড চুরি করে তারা। এই ঘটনায় অবশ্য প্রাসাদের কেউ আহত হননি। এই ঘটনার তদন্তকারী অফিসার জেস মিলনে জানিয়েছেন, এই কমোড ছিল এই প্রাসাদ তথা মিউজিয়ামের অন্যতম দর্শনীয় বস্তু। শুধুমাত্র সোনার তৈরি বলেই নয়, এই কমোডের ঐতিহাসিক মূল্যও অনেক।
পুলিশ জানিয়েছে, মেঝে থেকে ওই কমোডকে খুঁড়ে বের করে নিয়ে গেছে চোররা। এর ফলে গোটা প্রাসাদের পাম্পিং সিস্টেমে সমস্যা তৈরি হয়েছে। বিভিন্ন জায়গা দিয়ে জল বের হচ্ছে। ফলে প্রাসাদের ভিতরে বন্যার মতো পরিস্তজিতি তৈরি হয়েছে। কর্মীরা সেই জল বের করার কাজ করছেন।
পুলিশ সূত্রে খবর, প্রাসাদের বাইরে রাখা সিসিটিভি ক্যামেরা থেকে এটা পরিষ্কার, চোরেরা দুটি গাড়িতে করে চুরি করতে এসেছিল। আগে থেকেই প্রাসাদের নকশা তাদের কাছে ছিল। কারণ, সরাসরি তারা বাথরুমে ঢুকে কমোড চুরি করে। তারপরেই পালিয়ে যায়।
এখনও পর্যন্ত সেই কমোড উদ্ধার করা সম্ভব হয়নি বলেই জানিয়েছে পুলিশ। তারা তদন্ত করছে। গ্রেফতার হওয়া বৃদ্ধ প্রাসাদেরই কর্মী বলে জানা গিয়েছে। এই ঘটনায় প্রাসাদের ভিতরের আর কেউ যুক্ত আছেন কিনা, সেই খোঁজ নেওয়া হচ্ছে। এই ঘটনার পর রবিবার এই প্রাসাদ দর্শকদের জন্য বন্ধ রাখা হয়।
দ্বাদশ শতাব্দীতে মার্লবোরো-র ডিউক ও তাঁর পরিবারের জন্য এই প্রাসাদ তৈরি করা হয়। ইতালির শিল্পী মৌরিসীয় ক্যাটেলান এই প্রাসাদ ও ওই কমোডের নকশা তৈরি করেন। প্রতি রবিবার এই মিউজিয়াম দেখতে অনেক লোক আসেন। এই প্রাসাদেই জন্মেছিলেন উইনস্টন চার্চিল। এই প্রাসাদে চার্চিলের ব্যবহার করা একাধিক জিনিসও রয়েছে।