শেষ আপডেট: 11th September 2018 06:56
দ্য ওয়াল ব্যুরো : হায়দরাবাদের নিজামের টিফিন কৌটো চুরি করে মুম্বইয়ে পালিয়েছিল দুই দুষ্কৃতী। মহামূল্য সেই টিফিন বাক্সে রোজ খাওয়াদাওয়া করত তাদের একজন। পুলিশ মুম্বইয়ের এক দামি হোটেলে ফাঁদ পেতে ধরেছে দুজনকেই। টিফিন বাক্সটি সোনার তৈরি। মোট চার কেজি সোনা আছে তাতে। তার গায়ে বসানো আছে হিরে, রুবি আর এমারেল্ড। তাতে আছে তিনটি বাটি। টিফিন কৌটোর সঙ্গে রুবি আর এমারেল্ড বসানো একটি সোনার কাপ, চামচ, সসার ও ট্রে চুরি করেছিল দুজন। সেসবই তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এই সম্পদগুলি নিজামের পুরানি হাভেলিতে এক মিউজিয়ামে রাখা ছিল। ২ সেপ্টেম্বর রাতে মিউজিয়ামের ভেন্টিলেটর দিয়ে দুই চোর ঢোকে। একটি লোহার গ্রিল কিছুটা সরিয়ে ঢোকার রাস্তা করে নেয়। মিউজিয়ামে সোনা দিয়ে বাঁধানো কোরান ছিল। টিফিন কৌটো ও অন্যান্য বাসনগুলি সরানোর পরে যখন তারা কোরানের দিকে হাত বাড়াতে যাচ্ছে, এমন সময় নিকটবর্তী মসজিদ থেকে ভোরের আজান শোনা যায়। সম্ভবত ধর্মীয় ভাবাবেগের জন্যই তারা পবিত্র বইটি ছোঁয়নি। পুলিশ প্রথমে মিউজিয়ামের সিসিটিভি দেখে চোরদের চিনতে চেষ্টা করে। কিন্তু চুরি করার আগে দুষ্কৃতীরা ক্যামেরাগুলি অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল। মিউজিয়ামের বাইরে একটি সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, দুই চোর বাইকে চড়ে পালাচ্ছে। কিন্তু তাদের পিছন থেকে দেখে চিনতে পারা সম্ভব ছিল না। পরে চারমিনার অঞ্চলে সিসিটিভিতে দেখা যায়, দুই ব্যক্তি বাইকে চড়ে আসছে। বাইকের রেডিয়েটর রাস্তায় এক পাথরের সঙ্গে ধাক্কা খেল। পুলিশের সন্দেহ হয়, এরাই মিউজিয়ামের দুই চোর হতে পারে। পরে সেই বাইকটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বাইকের সূত্র ধরেই গ্রেফতার হয় চোরেরা।