শেষ আপডেট: 20th August 2018 07:33
নীরব মোদী লন্ডনে আছেন, এতদিনে স্বীকার করল ব্রিটেন, প্রত্যর্পণ করতে অনুরোধ
দ্য ওয়াল ব্যুরো : গত জুন মাসেই জানা গিয়েছিল, পিএনবি কেলেঙ্কারির নায়ক নীরব মোদী পালিয়ে লন্ডনে আশ্রয় নিয়েছেন। কিন্তু ব্রিটেনের সরকার সেকথা স্বীকার করল এতদিনে। তার পরেই তাঁকে ফেরত পাঠানোর জন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানানো হয়েছে । নীরব মোদী ও তাঁর কাকা মেহুল চোকসি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১৩ হাজার কোটি টাকা চুরি করেন। কেলেঙ্কারির কথা জানাজানি হতে চলতি বছরের গোড়ায় গা ঢাকা দেন। ফেব্রুয়ারিতে ইন্টারপোল তাঁর বিরুদ্ধে নোটিশ জারি করে। মার্চে নিউ ইয়র্কের ম্যানহ্যাটন কোর্টে তিনি আবেদন করেন, তাঁকে যেন দেউলিয়া বলে ঘোষণা না করা হয়। তারপরেই পালিয়ে যান লন্ডনে । তাঁকে বন্দি করে ভারতে ফেরত পাঠানোর জন্য ভারতীয় হয় কমিশন মারফৎ অনুরোধ করা হয়েছে। অবশ্য অনুরোধ করলেই ব্রিটেন রাখবে এমন নাও হতে পারে। ২০০২ সাল থেকে ভারত মোট ২৯ বার ব্রিটেনকে বন্দি প্রত্যর্পণের জন্য অনুরোধ করেছে। ন'বার অনুরোধ ফিরিয়ে দিয়েছে ব্রিটেন। পলাতক শিল্পপতি বিজয় মালিয়াকে দেশে ফেরানোর জন্য এখনও মামলা চলছে সেদেশের আদালতে ।