শেষ আপডেট: 19th May 2023 15:35
দ্য ওয়াল ব্যুরো: ৮ নভেম্বর, ২০১৬। দিনটার কথা ভারতবাসীরা হয়তো সহজে ভুলবে না। জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা (demonetization)। অর্থাৎ নির্দিষ্ট সময়ের পর এই সব নোট বাজারে অচল হয়ে যাওয়ার ঘোষণা! সেই সময় মোদী জানিয়েছিলেন, নতুন ৫০০ টাকার নোট আনা হবে বাজারে, সেই সঙ্গে চালু করা হবে দু'হাজার টাকার নোট। কালোবাজারি রুখতে এই সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার।
তারপরের স্মৃতি এখনও টাটকা মানুষের মনে। ব্যাঙ্কের বাইরে লম্বা লাইন পড়ে। ঠান্ডার মধ্যেই দরদর করে ঘেমেছে মানুষ। শুধুমাত্র পুরনো নোট ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য। আপনিও হয়তো সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন।
এবার ফের একবার সেই স্মৃতিই হয়তো ফিরে আসতে চলেছে। শুক্রবার এক বিবৃতিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, ২০০০ টাকার পুরনো নোটগুলি বাজার থেকে সরিয়ে নেওয়া হবে (2000 rupees notes withdraw)। সেজন্য সমস্ত ব্যাঙ্ককে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
আপনার কাছে ২০০০ টাকা নোট আছে?
আপনি হয়তো ব্যাঙ্কে সেই নোট জমা দিতে চাইবেন। কিন্তু তার আগে জেনে নিন যে, আগামীকাল থেকেই ব্যাঙ্কে গেলে সেই নোট জমা দিতে পারবেন না। আরবিআই জানিয়েছে, ২৩ মে থেকে ব্যাঙ্কে টাকা বদল করা যাবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নোট বদল করার সুযোগ থাকবে।
তবে আপনি একসঙ্গে ২০ হাজার টাকার বেশি বদলাতে পারবেন না। আপনাকে আরবিআই জমা দেওয়ার ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে।
আরবিআই জানিয়েছে, এটা তাদের ক্লিন নোট পলিসির অঙ্গ। দু’ হাজার টাকার নোট বাজারে আছে সেগুলির ৮৯ শতাংশই ২০১৬-র নভেম্বরে বাজারে ছাড়া হয়েছিল। এবার সেই নোটও তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল মোদী সরকার।
মমতা এগরা যাবেন আবহাওয়া ঠিক হলেই, জানালেন নবজোয়ারের ভার্চুয়াল বক্তৃতায়