শেষ আপডেট: 19th April 2024 14:51
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: লক্ষ্মীপুজোর সিন্নি খেয়ে অসুস্থ হয়ে পড়লেন গ্রামবাসীরা। ডায়রিয়ার প্রকোপ ছড়িয়েছে হিঙ্গলগঞ্জের ঘুমটি এলাকায়। বমি, পেট খারাপ, জ্বর নিয়ে অনেকেই এখন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় ২০০ জন গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েছেন। ৭০ জন অসুস্থ যোগেশগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আপাতত ৪০ জনকে ছুটি দিয়ে দেওয়া হলেও ৩০ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। গ্রামে মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে। ডাক্তারবাবুরা জানিয়েছেন, অনেকেরই শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
বুধবার গ্রামে এক বাসিন্দার বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজন করা হয়েছিল। সেখানে গ্রামের সকলেই প্রায় নিমন্ত্রিত ছিলেন। প্রসাদের সিন্নি খেয়ে আমন্ত্রিতরা বাড়ি ফেরার পরেই এক পর এক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়তে থাকেন। বমি, পেট খারাপ, মাথার যন্ত্রণা ও জ্বরে আক্রান্ত হন। অনেককে যোগেশগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় ৭০ জন সেখানে ডায়রিয়ার উপসর্গ নিয়ে ভর্তি হন। ডাক্তারবাবুরা হাসপাতালের পাশাপাশি গ্রামে গিয়ে ক্যাম্প করে বাকিদের চিকিৎসা শুরু করেন।
ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিষেক দাঁ জানান, এলাকায় এক পুজোর অনুষ্ঠানে প্রসাদের সিন্নি খেয়ে বিষক্রিয়া হওয়ায় এমন ঘটনা ঘটেছে। হাসপাতালে অনেকেই চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে অধিকাংশের অবস্থাই এখন স্থিতিশীল রয়েছে বলে স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানানো হয়েছে।