শেষ আপডেট: 5th September 2022 10:16
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। তাও রুশ দূতাবাসের সামনে। ব্যাপক বোমা বিস্ফোরণে (Kabul Bomb Blast) এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের। যদিও সেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মৃতদের মধ্যে রয়েছেন দু'জন রাশিয়ার রাষ্ট্রদূত।
কাবুল পুলিশের প্রাথমিক অনুমান, রুশ দূতাবাসের সামনে আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছে। তবে ওই জঙ্গি নিজে নিজেকে শেষ করে দেওয়ার আগেই নিরাপত্তারক্ষীদের গুলিতে প্রাণ গেছে তার। আরও অনুমান, শুধু রুশ দূতাবাসের সামনে নয়, শহরে একাধিক হামলা ঘটানোর পরিকল্পনা ছিল ওই জঙ্গির (Terror Attack)।
সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সকালে দিকে ওই জঙ্গি ব্যাপক পরিমাণ বিস্ফোরক পদার্থ জমা করে দূতাবাসের সামনে। তার পর দূর থেকে সেই বিস্ফোরক পদার্থে বিস্ফোরণ ঘটায়। ঘটনাটা ঘটানোর পর সবাই যখন ব্যস্ত সেই সময় আড়াল থেকে বেরিয়ে দূতাবাসের সামনে আসে। তাকে দেখা মাত্রই গুলি চালান নিরাপত্তারক্ষীরা। তাঁদের গুলিতেই নিকেশ হয় ওই জঙ্গি।
আফগানিস্তানে এইরূপ বিস্ফোরণের ঘটনা নতুন নয়। দিন কয়েক আগেই ওই দেশের এক মসজিদে নমাজ পড়ার সময়ই ব্যাপক বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে প্রাণ গিয়েছিল অন্তত ৩৫ জনের। অনেকেই আহত হয়েছিলেন। তার পরও একাধিক বিস্ফোরণ হয় দেশের নানা জয়গায় নানা সময়ে। রুশ দূতাবাসের সামনে এহেন বিস্ফোরণ বিশ্বের কূটনৈতিক মহলে চর্চার কারণ হবে তা বলাই বাহুল্য। তবে এই বিস্ফোরণের পেছনে কে বা কারা যুক্ত তা এখনও স্পষ্ট নয়।
পড়াশোনায় রেষারেষি, মেয়ের সহপাঠীকে ঠাণ্ডা পানীয়ে বিষ মিশিয়ে খুন করল মহিলা