শেষ আপডেট: 20th August 2018 07:05
বহু বাইরের অটো, তাই শহরের অটো চিহ্নিত করতে রং হতে পারে নীল-সাদা
দ্য ওয়াল ব্যুরো: জেলার সঙ্গে কলকাতার অটোগুলিকে আলাদা করতে তাদের নীল-সাদা রং করে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে পরিবহণ দফতর। অভিযোগ, জেলার বেশ কিছু অটো প্রায়ই বেআইনি ভাবে রুট বদল করে কলকাতার দিকে চলে আসছে। তাই এ ভাবে নিয়ম ভাঙলেই যাতে অভিযুক্ত অটো শনাক্ত করা যায়, তার জন্যই এই ব্যবস্থা। অনেক সময়েই দেখা যায়, যাত্রীদের সঙ্গে অভব্যতা, মারধর করার অভিযোগ উঠছে ওই অটো চালকদের বিরুদ্ধে। কিন্তু অন্য রুটের অটো হওয়ার কারণে অভিযুক্ত চালককে শনাক্ত করতে সমস্যায় পড়তে হয়। রঙের মাধ্যমে আলাদা করে দিলে আর সে সমস্যা থাকবে না। এই নীতিতে বেআইনি রুটের অটোর দৌরাত্ম্য, ভাড়া নিয়ে সমস্যার সামাধান হবে বলে মনে করা হচ্ছে। কখনও মাঝপথে যাত্রীকে নামিয়ে দেওয়া, কখনও যাত্রীর সঙ্গে অভব্যতা, আবার কখনও বেশি ভাড়া চাওয়া, অতিরিক্ত যাত্রী তোলা, অন্য রুটে অটো চালানোর মতো অভিযোগ বাড়ছে কলকাতায়।প্রায় রোজ একই রকমের একাধিক অভিযোগ ওঠায় রাস্তার বড় বড় মোড়ে ‘অভিযোগ বাক্স’ রাখারও পরিকল্পনা করা হয়েছে। কিন্তু তার পরেও অধরা থেকে যাচ্ছে অনেক অটো। রুট বহির্ভূত হওয়ার কারণে অভিযোগ পেয়েও হদিস মিলছে না তাদের। এই অসুবিধা এড়াতেই খুব তাড়াতাড়ি নীল-সাদা রং হবে শহরের অটোগুলির।