শেষ আপডেট: 8th June 2023 05:16
গভীর কুয়োয় পড়ে গিয়েছিল আড়াই বছরের মেয়ে, ৫০ ঘণ্টা লড়াই শেষে উদ্ধার! তবু হল না শেষরক্ষা
দ্য ওয়াল ব্যুরো: আড়াই বছরের ছোট্ট মেয়েটি খেলতে খেলতে পড়ে গিয়েছিল গ্রামেরই একটি গভীর কুয়োয়। মধ্যপ্রদেশের ভোপালের কাছে সেহোর এলাকায় মঙ্গলবার গভীর রাতের এই ঘটনার পর থেকেই তাকে উদ্ধার করতে জান লড়িয়ে দেন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় দমকল ও বিপর্যয় বাহিনীকেও। রীতিমতো যুদ্ধ চলতে থাকে তাকে উদ্ধারের জন্য। অবশেষে ৫০ ঘণ্টা কাটার পরে তাকে তোলা গেলেও, বাঁচানো গেল না প্রাণে। মৃত্যু হল একরত্তির।
জানা গেছে, মঙ্গলবার রাত ১টা নাগাদ ঘটনাটি ঘটে। প্রস্রাব করতে ঘরের বাইরে বেরিয়ে, অন্ধকারের মধ্যে ৩০০ ফুট গভীর কুয়োয় পড়ে যায়। সে ৪০ ফুট গভীরতায় গিয়ে আটকে যায় প্রথমে। কিন্তু উদ্ধার কাজ শুরুর পরে, যন্ত্রের কম্পনে সেখান থেকে পিছলে সে নেমে যায় আরও নীচে, প্রায় ১০০ ফুট গভীরতায়। তাকে উদ্ধার করার জন্য ব্যবহার করা হয় রোবটও। নামানো হয় সেনাও।
এমনকি মেয়েটিকে বাঁচিয়ে রাখতে একটি পাইপের সাহায্যে সরবরাহ করা হয় অক্সিজেনও। তবু শেষরক্ষা হল না। ৫০ ঘণ্টার লড়াই শেষে আজ, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাকে উদ্ধার করা হলেও বাঁচানো গেল না। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানো হলেও, চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে তার।
মা-বাবা নেই সরস্বতীর, ন'বছর ধরে মনোজের সঙ্গেই ছিলেন, ভয়ঙ্কর পরিণতি ৩২-এর তরুণীর