শেষ আপডেট: 9th June 2023 02:48
কলকাতায় বাজ পড়ে মৃত্যু ২ জনের, মর্মান্তিক ঘটনা শহরে
দ্য ওয়াল ব্যুরো: বাজ পড়ে কলকাতায় মৃত্যু হল দুই মহিলার। মৃতদের নাম কাজলা নস্কর (৫৮) ও , পলানি মণ্ডল (২৪)। তাঁরা দু’জনেই সোনারপুরের বাসিন্দা। বাইপাসের ধারে ধাপার মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে মৃত্যু হয় তাঁদের।
শুক্রবার দুপুর তিনিটে নাগাদ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। সেই সময়েই ধাপার মাঠে কাগজ কুড়োনোর কাজ করছিলেন কাজলা ও পালানিরা। বজ্রাঘাতে গুরুতর জখম হয়েছেন সন্ন্যাসী মণ্ডল নামের আরএকজন।
জানা গিয়েছে, তিন জনকেই উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সন্ন্যাসী মণ্ডল।
প্রবল দাবদাহের মধ্যে কিছুক্ষণের বৃষ্টি শহরবাসীকে স্বস্তি দিয়েছে বটে। কিন্তু তারমধ্যেই এই দুর্ঘটনা ঘটে গিয়েছে কলকাতায়। কয়েক মাস আগে রাজ্যের বিভিন্ন জেলায় বাজ পড়ে একদিনে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল রাজ্যে। এদিন কলকাতাতেই জোড়া প্রাণ গেল।
ধানবাদের খোলামুখ খনিতে ফের ধস! মৃত ১ শিশু-সহ তিন, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের