শেষ আপডেট: 23rd April 2023 02:29
দ্য ওয়াল ব্যুরো: সাবান তৈরির কারখানায় (soap factory) মর্মান্তিক দুর্ঘটনা তিলজলায় (Tiljala)। নিম তেলের ট্যাঙ্কারে (neem oil tanker) পড়ে গিয়ে মৃত্যু হল এক খালাসি ও একজন শ্রমিকের। এঁদের মধ্যে খালাসি দক্ষিণ ভারতীয়। তিনি তিলজলার সেই সাবান কারখানায় ট্যাঙ্কারে করে দক্ষিণ ভারত থেকে নিম তেল নিয়ে এসেছিলেন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশ।
সূত্রের খবর, ট্যাঙ্কারের ভিতর নিম তেলের পরিমাণ মাপার সময়ই হঠাৎ করে লোগেন নাথন নামের ওই খালাসি পড়ে যান। তাঁকে উদ্ধার করতে তড়িঘড়ি ভিতরে নামেন কার্তিন হালদার নামের দ্বিতীয় শ্রমিক। কিন্তু কেউই আর তেলের ট্যাঙ্কারের ভিতর থেকে বেরোতে পারেননি। শেষে ওখানেই মৃত্যু হয় দু'জনের। খবর যায় কলকাতা পুলিশে। এরপর ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করতে গিয়ে অন্য সমস্যায় পড়ে পুলিশ।
ভিতরে নিম তেল ভর্তি থাকার কারণে দু'জনের দেহ উদ্ধার করতে বেশ বেগ পেতে হয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের। অবশেষে দীর্ঘক্ষণ চেষ্টার পর দু'টি মৃতদেহ উদ্ধার করা হয় ভিতর থেকে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য খালাসি ও শ্রমিকের মৃতদেহ পাঠানো হয় হাসপাতালে। পাশাপাশি কারখানা কর্তৃপক্ষের তরফে দু'জনের বাড়িতেই খবর পাঠানো হয়েছে।
সূত্রের খবর, শনিবার বিকেল পাঁচটা নাগাদ নিম তেল আনলোড করার সময় লোগেন নাথন নামের ওই খালাসি কোনওভাবে ট্যাঙ্কারের ভিতরে পড়ে যান। তিনি সেখানে তেল মাপার কাজ করছিলেন বলে জানা গেছে। তাঁকে ট্যাঙ্কারে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে ট্যাঙ্কারের ভিতর লাফ দেন কার্তিক হালদার নামে কারখানার এক শ্রমিক। শেষ পর্যন্ত দু'জনেরই মৃত্যু হয়েছে। প্রথমজন কর্নাটকের বেঙ্গালুরুর বাসিন্দা। দ্বিতীয়জনের বাড়ি সোনারপুরে।
মেট্রোর পার্পল লাইন সম্প্রসারণের কাজ চলছে, মাঝেরহাট মোমিনপুরে পরিদর্শনে এলেন জিএম