শেষ আপডেট: 20th December 2022 05:45
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে (Kashmir) বড় সাফল্য পেল সেনা ও পুলিশের যৌথ বাহিনী। জঙ্গিদের (terrorists) লাগাতার হত্যালীলা আর হুমকির মুখে আজ ভোর রাতে তিন সন্ত্রাসবাদী সেনার সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, কাশ্মীরের সপিয়ানে গতকাল রাত থেকে শুরু হয় জঙ্গিদের বিরুদ্ধে সেনার লড়াই। রাতভর গুলির লড়াই শেষ হয় ভোর রাতে।
তিন জঙ্গি সেনার সঙ্গে সংঘর্ষে নিহত হয়। জানা গিয়েছে, নিহত তিন জঙ্গির দুজন কাশ্মীরে হালে পণ্ডিত সম্প্রদায়ের (Kashmiri Pandit) লোকজনকে হত্যার ঘটনায় যুক্ত ছিল।
সেনা ও পুলিশ এই অভিযানকে সেই কারণে বিশেষ সাফল্য হিসাবে চিহ্নিত করেছে। এ বছরের মাঝামাঝি সময় থেকে কাশ্মীরে জঙ্গিরা টার্গেট কিলিং শুরু করেছে। তারা পণ্ডিত সম্প্রদায় এবং পরিযায়ী শ্রমিকদের হত্যা করছে। আতঙ্কে পণ্ডিত সম্প্রদায় ও পরিযায়ী শ্রমিকেরা উপত্যকা ছেড়ে যাচ্ছেন।
সপ্তাহ দুই আগে একটি অনলাইন ম্যাগাজিন লস্কর ই তৈইবা ৫৬ জন কাশ্মীরি পণ্ডিতের নামের তালিকা দিয়ে বলেছে এরা পরিবর্তী টার্গেট।
এমন পরিস্থিতিতে আজ সেনা ও পুলিশ জঙ্গিদের বিরুদ্ধে পাল্টা টার্গেট কিলিংয়ের সফল হয়েছে। তিন জঙ্গির দুজন পণ্ডিত সম্প্রদায়ের তিনজনকে খুনের ঘটনায় যুক্ত ছিল। নিহত জঙ্গিরা সকলেই স্থানীয় বাসিন্দা।
করোনার বিস্ফোরণ চিনে, হাজারে হাজারে মৃত্যু, গোটা বিশ্বে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা