শেষ আপডেট: 3rd May 2020 15:08
দ্য ওয়াল ব্যুরো: পিয়ারলেস হাসপাতালে আরও দু'জন চিকিৎসকের করোনা পজ়িটিভ ধরা পড়েছে! এমনই খবর মিলল রবিবার সন্ধেয়। এই নিয়ে ওই হাসপাতাল থেকে মোট চার জন চিকিৎসক, এক জন নার্স এবং দু'জন কর্মীর আক্রান্ত হওয়ার খবর এল। যদিও এ নিয়ে স্বাস্থ্য ভবন কিছুই জানায়নি এখনও। হাসপাতাল কর্তৃপক্ষও কোনও মন্তব্য করেননি। কিন্তু সূত্রের খবর, আজ দুই চিকিৎসকের আক্রান্ত হওয়া নিয়ে খুবই চিন্তায় কর্তৃপক্ষ। তাঁদের সংক্রমণের উৎস কী, সেটাই এখন দেখার বিষয়। মার্চ মাসে রাজ্যে করোনার সংক্রমণ শুরু হওয়ার সময়েই করোনা আক্রান্ত এক রোগীকে বাইপাসের ধারে পঞ্চসায়রের পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই মারা যান তিনি। তার পরে কোনও খবর আসেনি ওই হাসপাতালে অন্য কারও সংক্রামিত হওয়ার। কিন্তু বুধবার হঠাৎই জানা যায়, পিয়ারলেস হাসপাতালের দু'জন চিকিৎসক, এক জন নার্স এবং দু'জন স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। স্বাভাবিক ভাবেই খানিকটা আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল জুড়ে। আক্রান্ত দুই চিকিৎসককে সল্টলেক আমরি হাসপাতালে এবং নার্স ও স্বাস্থ্যকর্মীদের টালিগঞ্জ এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, আক্রান্ত চিকিৎসকরা চিকিৎসা করার সময়ে পিপিই পরেই ছিলেন। তার পরেও কী করে তাঁরা সংক্রামিত হলেন, তা ভাবাচ্ছে সকলকে। বস্তুত, পিয়ারলেসের ঘটনা বিচ্ছিন্ন নয়। গত মাস দুয়েক ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা সরকারি, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে একের পর এক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা করোনভাইরাসে আক্রান্ত হচ্ছেন। মেডিক্যাল কলেজে তো এই সংখ্যাটা মাত্রা ছাড়িয়েছে। ফলে স্বাস্থ্য দফতরের কর্তাদের চিন্তা ক্রমেই বাড়ছে। এই দেশে এখনও পর্যন্ত ৯ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। বিশ্বের বিভিন্ন প্রান্তেই চিকিৎসক-নার্সরা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন।