শেষ আপডেট: 13th November 2022 05:26
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) অনন্তনাগে (Anantnag) ফের জঙ্গি হামলা (terror attack)! মাত্র ১০ দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার সেখানে হামলা চলল। ৩ নভেম্বরের হামলার মতো এবারও জঙ্গিদের নিশানায় দুই পরিযায়ী শ্রমিক (migrant labourers)। সূত্রের খবর, শনিবার উপত্যকায় জঙ্গিদের গুলিতে দু'জন পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন। জানা গেছে, তাঁরা দু'জনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
ঘটনার পরেই কাশ্মীর জোন পুলিশের তরফে হামলার কথা স্বীকার করে নেওয়া হয়। টুইট করে বলা হয়, 'অনন্তনাগের রাখ-মোমিন এলাকায় জঙ্গিদের গুলিতে দু'জন পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। জঙ্গিদের ধরতে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।' এদিকে এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন টিআরএফ।
পুলিশ সূত্রে খবর, শনিবার অনন্তনাগের রাখ-মোমিন এলাকায় জনবহুল বাজারের মধ্যে আচমকাই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তখনই গুলিবিদ্ধ হন দু'জন পরিযায়ী শ্রমিক। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তাঁরা। আহত দুই শ্রমিককে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। আপাতত সেখানেই চিকিৎসাধীন তাঁরা।
এদিকে গুলি চালানোর পরই এলাকা ছেড়ে পালিয়ে গা ঢাকা দেয় ওই জঙ্গিরা। তাদের ধরতে গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। জানা গিয়েছে, আহত দুই পরিযায়ী শ্রমিকের নাম ছোটা প্রসাদ ও গোবিন্দ। তাঁরা উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। কর্মসূত্রে জম্মু-কাশ্মীরে গিয়েছিলেন।
কেরলে নয়া সংঘাত, বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে সরাতে অর্ডিন্যান্স জারি রাজ্যের