Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা

পরপর বিস্ফোরণে কাঁপল কাশ্মীর, স্বাধীনতা দিবসেও অশান্ত উপত্যকা

দ্য ওয়াল ব্যুরো: পরপর দুটি গ্রেনেড হামলায় (Grenade Attacks) কেঁপে উঠল কাশ্মীর (Kashmir)। স্বাধীনতা দিবসের দিনেও উপত্যকা শান্ত রইল না। জঙ্গিদের দুটি পৃথক গ্রেনেড হামলায় দুজন আহত হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে একজন পুলিশকর্মী এবং অন্যজন সাধারণ

পরপর বিস্ফোরণে কাঁপল কাশ্মীর, স্বাধীনতা দিবসেও অশান্ত উপত্যকা

শেষ আপডেট: 15 August 2022 11:51

দ্য ওয়াল ব্যুরো: পরপর দুটি গ্রেনেড হামলায় (Grenade Attacks) কেঁপে উঠল কাশ্মীর (Kashmir)। স্বাধীনতা দিবসের দিনেও উপত্যকা শান্ত রইল না। জঙ্গিদের দুটি পৃথক গ্রেনেড হামলায় দুজন আহত হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে একজন পুলিশকর্মী এবং অন্যজন সাধারণ নাগরিক।

সূত্রের খবর, এদিন জঙ্গিদের প্রথম হামলাটি হয় জম্মু ও কাশ্মীরের বুদগম জেলার চাদুরা এলাকায়। সেখানে জঙ্গিদের ছোড়া গ্রেনেডে আহত হন এক সাধারণ নাগরিক। তাঁর নাম করণ কুমার সিং। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে খবর।

এরপর দ্বিতীয় হামলাটি হয় শ্রীনগরের একটি পুলিশ কন্ট্রোল রুমের বাইরে। সেখানে গ্রেনেড ছোড়ে দুষ্কৃতীরা। এতে একজন পুলিশকর্মী ঘায়েল হন।

ইতিমধ্যে এলাকা ফাঁকা করে দিয়েছে পুলিশ। জোরকদমে চলছে তল্লাশি অভিযান। এই গ্রেনেড হামলার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের খুঁজে বের করতে মরিয়া পুলিশবাহিনী। স্বাধীনতা দিবসের আবহে গত কয়েকদিন ধরেই অস্থির কাশ্মীর। গত তিন দিনে ধারাবাহিকভাবে উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। গতকালই দুটি পৃথক হামলায় দুজন পুলিশকর্মীর প্রাণ গেছে। তারপর ১৫ অগস্টেও শান্ত রইল না উপত্যকা।

আরও পড়ুন: উঁচু ড্রামে উঠে পতাকা তুলছেন মহিলা! তাঁকে শক্ত করে ধরে বৃদ্ধ, স্বাধীনতা দিবসের মনকাড়া ছবি


ভিডিও স্টোরি