শেষ আপডেট: 11th February 2025 17:04
দ্য ওয়াল ব্যুরো: স্কুলে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের কাছে বকা-মার খাননি এমন পড়ুয়া কম আছে। তবে বকুনি খেয়ে আত্মহত্যা করার চেষ্টা, এমন ঘটনাও আজকাল ঘটছে। সম্প্রতি দুর্গাপুরের একটি ঘটনা সামনে এসেছে। শিক্ষিকার বকুনি খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে সপ্তম শ্রেণির দুই ছাত্রী। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্গাপুর এমএএমসি টাউনশিপের একটি বেসরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে। ওই স্কুলের শিক্ষক তরুণ ভট্টাচার্য বলেন, বিগত কয়েকদিন ধরেই ওই দুই ছাত্রী দুষ্টুমি করছিল ক্লাসে। সেই কারণে তাদের গার্জেন-কল করার কথা ভাবা হয়েছিল। ছাত্রীদের থেকেই তাদের বাবা-মার ফোন নম্বর চাওয়া হয়েছিল।
শিক্ষক জানান, স্কুল ছুটির পর দুজনকে টিচার্স রুমে এসে ফোন নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তার আগে স্কুলের বাথরুমে গিয়ে ফিনাইল খেয়ে নেওয়ার চেষ্টা করে ওরা! তবে পরে জানা যায়, বোতলে পুরো ফিনাইল ছিল না। তাতে জলও মেশানো ছিল। তবে কোনও রকম ঝুঁকি না নিয়ে দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।