শেষ আপডেট: 11th May 2024 21:01
দ্য ওয়াল ব্যুরো: তুমুল বৃষ্টি সন্ধেয়। সঙ্গে ঘন ঘন বজ্রপাত। নানুরে বাজ পড়ে দু'জনের মৃত্যু হয়েছে বলে খবর। নানুরে বজ্রপাতে এক মহিলা-সহ দু'জনের মৃত্যু হয়েছে। জখম আরও পাঁচ জন। তাঁদের মধ্যে দু'জন ভর্তি হাসপাতালে।
নানুরের চারকল গ্রামে মাঠে কাজ করতে গিয়েছিলেন গ্রামেরই বাসিন্দা বছর পঁয়ত্রিশের জ্যোৎস্না থান্ডার। সে সময় আচমকাই বাজ পড়ে । খোলা মাঠে বাজ পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জ্যোৎস্নার। জ্যোৎস্নার সঙ্গে আরও ৫ জনও গিয়েছিলেন কাজে। তাঁরা সকলেই বজ্রপাতে জখম হয়েছেন। বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ২ জন।
অন্যদিকে, নানুরের ডোংরা গ্রামের বছর পঞ্চাশের সুরথেশ্বর গড়াই বিকেলের দিকে মাঠে গরু চড়াতে গিয়েছিলেন। সেখানেই বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁর। নানুর ছাড়াও বীরভূমের ইলামবাজার, বোলপুর, লাভপুর-সহ একাধিক এলাকায় বজ্রপাতের খবর মিলেছে।
রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এমনই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এসব জেলায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। বাকি জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তীব্র দাবদাহের পর একটানা বৃষ্টির পূর্বাভাস ছিলই। আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানা গেছে। ইতিমধ্যেই কলকাতায় জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। সোমবার পর্যন্ত চলবে ঝড় ও বৃষ্টি। এই পরিস্থিতিতে পারদ অনেকটাই নেমেছে। তবে মঙ্গলবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।