শেষ আপডেট: 10th November 2024 17:25
দ্য ওয়াল ব্যুরো: ২ দিনের শিশুকে ভিনরাজ্য থেকে এ রাজ্যে এনে পাচারের চেষ্টা। সিআইডির জালে দুই। অভিযুক্তরা বেহালার ঠাকুরপুকুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনা হাওড়ার শালিমারের। স্টেশন থেকে দু'জনকে গ্রেফতার করা হয়।
নিঃসন্তান দম্পতি সেজে সিআইডি আধিকারিকরা যোগাযোগ করেছিলেন অভিযুক্ত মানিক হালদার ও তার স্ত্রী মুকুল সরকারের সঙ্গে। শিশু নেওয়ার বিষয়টি চূড়ান্ত হলে রফা হয় চার লাখ টাকায়। এরপর গয়া থেকে শিশুকন্যাটিকে নিয়ে আসা হয় এরাজ্যে।
শালিমার স্টেশনে শিশু-সহ ওই দম্পতি নামলেই তাদের ধরে ফেলেন সিআইডি আধিকারিকরা। গ্রেফতার করা হয় ওই দুজনকে।
তাদের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে শিশুকল্যাণ কমিটির মাধ্যমে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি সামনে আসতেই প্রশ্ন উঠছে আন্তঃরাজ্য শিশু পাচার চক্র নিয়ে। ফের সক্রিয় এই চক্র? তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, এই দুই অভিযুক্তের নামে আগেও শিশু পাচার চক্রের অভিযোগ রয়েছে।