শেষ আপডেট: 5th January 2025 20:14
দ্য ওয়াল ব্যুরো: অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করায় গ্রেফতার। ঘটনাস্থল কল্যাণী। গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ রবিবার মহম্মদ সোহাগ মীর (২৩) ও প্রণয় জয়ধর (১৮) নামের দুজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মুরাতিপুরের একটি বাড়িতে হানা দেয় পুলিশ। ওই দুই যুবককে আটক করে এবং তাঁদের কাছ থেকে কোনও বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তাঁরা বাংলাদেশ থেকে এসেছেন। মুরাতিপুরের অনুকূল মোড় এলাকায় সুধীর শীলের বাড়ি ভাড়া নিয়েছিলেন।
সোহাগ মীরের বিরুদ্ধে আগেও অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ ছিল। তিনি একবার বসিরহাট থানা এলাকায় গ্রেফতার হয়েছিলেন, তবে পরে কাশ্মীরে পালিয়ে যান। তাঁর সঙ্গে ছিলেন প্রণয় জয়ধর।
রবিবার ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়। কেন তাঁরা বাংলা থেকে কাশ্মীর গেছিলেন। কাশ্মীর থেকে ফের বাংলায় এলেন। তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।
বাড়ি ভাড়া দেওয়ার সময় মালিক সুধীর শীল কেন পরিচয়পত্র যাচাই করেননি তা ভাবাচ্ছে আধিকারিকদের। বাড়ির মালিকের সঙ্গে আগে কোনও সম্পর্ক ছিল কিনা ধৃতদের, সেবিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।