শেষ আপডেট: 29th February 2024 17:16
দ্য ওয়াল ব্যুরো: বেকসুর খালাস হলেন আবদুল করিম টুন্ডা। বৃহস্পতিবার ১৯৯৩ সালের ট্রেন বিস্ফোরণ হামলার অন্যতম অভিযুক্তকে প্রমাণের অভাবে রেহাই দিল আদালত। ঘটনাটিতে অপর দুই অভিযুক্ত, আমিনুদ্দিন এবং ইরফানকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে রাজস্থান আদালত।
১৯৯৩ সালে লখনউ, কানপুর হায়দরাবাদ, সুরাত এবং মুম্বইয়ে ট্রেনে পর পর বিস্ফোরণ হয়। ঘটনাটিতে দু’জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অনেকে। ১৯৯৩ সালের সেই বিস্ফোরণের মূল চক্রী হিসাবে অভিযুক্ত টুন্ডা লস্কর বোমা বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।
টুন্ডা আপাতত ১৯৯৬-র বোমা বিস্ফোরণের ঘটনায় জেল খাটছেন। তাঁর বিরুদ্ধে আরও একাধিক বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ বলে পরিচিত টুন্ডা বোমা তৈরির দক্ষতার জন্য লস্করের মধ্যে 'ডক্টর বম্ব' বলেও ডাকা হয়।
প্রসঙ্গত, মুম্বই-বিস্ফোরণের কয়েক মাস পরের ওই ঘটনায় দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছিল। যে দিন ঘটনাটি ঘটে, সেটি ছিল বাবরি মসজিদ ধ্বংসের প্রথম বর্ষপূর্তি। দূরবর্তী শহরগুলিতে এমন ঘটনার সবকটি মামলা একত্র করে রাজস্থানের বিশেষ আদালতে শুনানি হয়েছিল। বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলাটিতে রায় ঘোষণা হয়।
২০১৩ সালে ইন্দো-নেপাল সীমান্ত লাগোয়া উত্তরাখণ্ড বনবাসা থেকে টুন্ডাকে গ্রেফতার করা হয়। চার বছর বাদে টুন্ডাকে হরিয়ানার একটি আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেয়। জানা গিয়েছে, লস্কর-ই-তৈবা ছাড়াও ইন্ডিয়ান মুজাহিদিন, জৈশ-ই-মহম্মদ এবং বব্বর খালসার মতো জঙ্গি সংগঠনের সঙ্গে কাজ করেছে টুন্ডা। সন্ত্রাসবাদী কাজকর্মে জড়িত হওয়ার আগে কাঠের মিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি।