শেষ আপডেট: 28th January 2023 11:56
দ্য ওয়াল ব্যুরো: নাবালিকার কাছে নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়েছিল। তারপর নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার নাম করে জঙ্গলের ভিতর নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ করল দুই যুবক (Girl Raped By 2 Men)।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে মহারাষ্ট্রের থানে জেলার ডম্বিভিল্লি টাউন এলাকায়। সেদিন ওই এলাকায় একটি খাড়ির কাছে নিজের প্রেমিকের সঙ্গে ঘুরছিল ১৭ বছর বয়সে কিশোরী। সেই সময় তাদের দেখতে পেয়ে কাছে আসে দুই অভিযুক্ত। কিশোরী ও তার প্রেমিকের কাছে নিজেদের পুলিশকর্মী বলে পরিচয় দেয় তারা (Posing As Policemen)। জানায়, জায়গাটা ভাল নয়। দুজনকে সেখানে ঘুরতে নিষেধ করে তারা। এরপর নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার নাম করে কিশোরীকে পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে যায় দুজন। সেখানেই একে একে তাকে গণধর্ষণ করে অভিযুক্তরা (minor raped)। ধর্ষণের ঘটনার ভিডিও রেকর্ড করে রাখে তাদের একজন। নির্যাতিতাকে ভয় দেখানো হয়, মুখ খুললেই সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হবে ইন্টারনেটে।
প্রাথমিকভাবে ভয়ে চুপ থাকলেও পরে বাড়িতে সব কথা জানায় কিশোরী। এরপর বিষ্ণুনগর থানায় দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নাবালিকা। তার বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, তথ্য প্রযুক্তি আইন এবং পক্সো আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিক পিএম ভালেরাও।
প্রেমে দাগা, হতাশায় মার্সিডিজে আগুন লাগিয়ে দিলেন ডাক্তারবাবু