শেষ আপডেট: 4th February 2025 16:54
দ্য ওয়াল ব্যুরো: গৃহবধূকে কটূক্তির অভিযোগ পেয়ে দক্ষিণ ২৪ পরগনার বজবজে গেছিল পুলিশ। সেখানে গিয়ে মধুচক্রের হদিশ পেল তাঁরা! সেই সূত্রে গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে। যদিও পুলিশের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগেও এই নিয়ে অভিযোগ জানানো হয়েছিল কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
বজবজ থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্র কানন শিশু উদ্যানের পাশে দীর্ঘদিন ধরেই দেহ ব্যবসার রমরমা কারবার চলছিল বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার স্থানীয় এক গৃহবধূকে এক ব্যক্তি কটূক্তি করায় বচসা বাঁধে। সেই প্রেক্ষিতেই পুলিশ আসে। তখনই তাঁদের জানানো হয় মধুচক্রের কথা।
বাসিন্দারা জানিয়েছেন, বাইরের অনেক লোক এসে প্রায়শই আশেপাশের মানুষজনকে কটুক্তি করে। অভিযোগ পেয়েই বজবজ থানার পুলিশ মধুচক্রের আসর থেকে রিঙ্কি বিবি সহ ৫ মহিলা এবং ১২ জন পুরুষকে গ্রেফতার করে।
স্থানীয়দের অনেকের দাবি, এক প্রভাবশালী নেতার শ্যালিকা এই দেহ ব্যবসার কারবারটি চালায়। সেই কারণেই বহুবার অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। যদিও ডায়মন্ড হারবার জেলা পুলিশ স্পষ্ট জানিয়েছে, এর আগে কেউ কখনই বজবজ থানায় মৌখিক বা লিখিত কোনও অভিযোগ জানাননি মধুচক্রের ব্যাপারে।
ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু হয়েছে এবং তাদের আলিপুর কোর্টে পাঠানো হয়েছে। যদিও সমগ্র ঘটনায় স্থানীয়রা মুখে কুলুপ এঁটেছেন। তারা কেউই প্রকাশ্যে এই ব্যাপারে কিছু বলতে চাইছেন না। জানা গেছে, রিঙ্কি বিবির ঘর ভাড়া করেই মোট চারজন দালাল এই ব্যবসা চালাচ্ছিল।