দ্য ওয়াল ব্যুরো: বিয়ের উপহারে ‘পেট্রল’? এমনটা শুনেছেন কখনও?
তামিলনাড়ুর কুল্লাডোরের একটি বাড়িতে বেশ জাঁকজমকে চলছে বিয়ের অনুষ্ঠান। ফুল দিয়ে সাজানো মঞ্চের উপর দাঁড়িয়ে রয়েছেন নবদম্পতি। পরিপাটি সাজসজ্জায় নবদম্পতির হাতে নানা উপহার তুলে দিচ্ছেন অতিথিরা। আত্মীয় সমাগমে হই হই চলছে চারদিকে। হঠাৎই মঞ্চের উপর উঠে এলেন এক ব্যক্তি। তাঁকে দেখে হাসি ফুটল দম্পতির মুখে। জানা গেল, ইনি দম্পতিরই একজন বিশিষ্ট বন্ধু।
কিছুক্ষণ হাসি-গল্পের পর সেই ব্যক্তি হাত বাড়িয়ে তাঁর আনা উপহারটি এগিয়ে দিলেন দম্পতির দিকে। কিন্তু, এটা কী? রঙিন মোড়কের উপহার ভেবে হাত বাড়িয়ে দম্পতি তো থ! এটা তো একটা বড় জার। আন্দাজ পাঁচ লিটার হবে। জার ভর্তি রয়েছে পেট্রল।
ভ্যাবাচ্যাকা ভাবটা কেটে গেলে হাসির রোল উঠল বিয়ে বাড়িতে। এমন মহার্ঘ আর দামি উপহার ভাবাই যায় না।
জ্বালানির দাম আকাশ ছুঁয়েছে। পেট্রল, ডিজেলের দাম বেঁধে রাখতে হিমশিম খাচ্ছে মোদী সরকার। তামিলনাড়ুতে এই মুহূর্তে পেট্রলের দাম ছুঁয়েছে লিটার প্রতি ৮৫.১৫ টাকা। ওই ব্যক্তি সেখানে নব দম্পতির হাতে তুলে দিয়েছেন পাঁচ লিটার পেট্রল।
বলা বাহুল্য, উপহার হিসেবে পেট্রল পেয়ে বেশ খুশিই হয়েছেন নবদম্পতি।