শেষ আপডেট: 8th July 2023 10:02
দ্য ওয়াল ব্যুরো: জল থেকে ব্রেনে ঢুকেছে অ্যামিবা?
কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছে দূষিত জল থেকে অ্যামিবার সংক্রমণ ছড়িয়েছে। বিরল অ্যামিবায়োটিক মেনিনগোয়েনসেফালিটিস রোগে আক্রান্ত হয়েছিল ১৫ বছরের ওই কিশোর। আরও পাঁচ জনের মৃত্যুও হয়েছে সেইভাবেই। জেলা প্রশাসনের তরফে সাধারণ মানুষকে জল নিয়ে সতর্ক করা হয়েছে। কোথাও দূষিত জলে যাতে কেউ স্নান না করেন, তার প্রচার চালানো হচ্ছে।
এর আগে আমেরিকায় এমন মগজ-খেকো অ্যামিবার (Brain-Eating Amoeba) সংক্রমণে মৃত্যুর খবর শোনা গিয়েছিল। এখন এ দেশেও থাবা বসিয়েছে ভয়ঙ্কর অ্যামিবা-ঘটিত রোগ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এর নাম নাইগ্লেরিয়া ফোলেরি (Naegleria fowleri)। অ্যামিবা হল এককোষী প্রাণী। খালি চোখে দেখা যায় না এই প্রাণীকে।
বিশেষজ্ঞরা বলেন, অ্যামিবা (Brain-Eating Amoeba) হল থার্মোফিলিক, উষ্ণ প্রস্রবণ বা গরম জলে এই প্রাণীকে ঘোরাফেরা করতে দেখা যায়। ১১৩ ডিগ্রি ফারেনহাইট (৪৫ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রায় ভাল থাকে এই অ্যামিবারা। সে জন্য হট ওয়াটার লেক বা উষ্ণ প্রস্রবণগুলিতে এদের দেখা মেলে অনেক বেশি। শিল্পাঞ্চলের কাছাকাছি এলাকায়, দূষিত জলেও দেখা মেলে এদের। দীর্ঘদিন ধরে পরিষ্কার না করা সুইমিং পুল বা ক্লোরিনেটেড নয় এমন বদ্ধ জলে দ্রুত ছড়ায় অ্যামিবা।
সামার ডিপ্রেশন! প্যাচপ্যাচে গরমে মন খারাপ হচ্ছে যখন তখন
ব্রেন-ইটিং অ্যামিবার সংক্রমণ হলে মানুষের স্নায়ুকোষ অকেজো হয়ে যায়। যদি কোনও ভাবে নাক দিয়ে শরীরে ঢুকে পড়ে তাহলেই সোজা মস্তিষ্কের কোষে গিয়ে আঘাত করে। এই অ্যামিবার সংক্রমণে যে রোগ হয় তাকে বলে নাইগ্লেরিয়াসিস বা প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফেলাইটিস (PAM)। জ্বর, মাথাব্যথা, বমি, পেশির খিঁচুনি দিয়ে উপসর্গ শুরু হয়। দ্রুত অ্যান্টি-ফাঙ্গাল ড্রাগ না দিলে মস্তিষ্কের কোষ ছিঁড়েখুঁড়ে দেয় এই প্রাণীরা।