দ্য ওয়াল ব্যুরো : মুম্বইয়ের এক ১২ বছরের স্কুলছাত্রের মা কাজ করতেন সেই স্কুলেরই প্রধান শিক্ষকের বাড়িতে। প্রধান শিক্ষকের থেকে তাঁর ২ হাজার টাকা পাওনা ছিল। ছেলেটি শিক্ষকের বাড়িতে গিয়ে মায়ের সেই টাকা চাইলে তিনি রাগারাগি করেন। সেখানে অপর দুই ছাত্র উপস্থিত ছিল। তাদের সামনে বকাবকি করায় ছেলেটি অপমানিত বোধ করে। পরে সে তাদের বাড়ির রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে প্রধান শিক্ষককে কুপিয়ে খুন করে। কিছুদিন আগে সে গ্রেফতার হয়েছে।
ছেলেটি জেরায় কিন্তু বলেছে, প্রধান শিক্ষককে খুন করার জন্য তাকে হাজার টাকা দিয়েছিল এক ব্যক্তি। বলেছিল, খুনের পরে আরও পাঁচ হাজার টাকা দেবে।
পুলিশ জানতে পেরেছে, গত সপ্তাহে এক শপিং মলে গিয়ে ছেলেটি বার্গার কিনেছিল। পরে ভিডিও গেম খেলেছিল দুই বন্ধুর সঙ্গে। তখন সে হাজার টাকা খরচ করে।
সম্প্রতি একটি রিপোর্টে দেখা যায়, কমবয়সীদের মধ্যে অপরাধপ্রবণতা বেড়েছে উদ্বেগজনক হারে। এনসিআরবি-র দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ সালে কমবয়সীদের বিরুদ্ধে ৩৩ হাজার ৫২৬ টি অপরাধের অভিযোগ ওঠে। বেশিরভাগ অপরাধই করেছে ১৬ থেকে ১৮ বয়সীরা। ২০০৩ সালে নাবালকরা ১৭ হাজার ৮১৯ টি অপরাধ করেছিল। এক দশকের কিছু বেশি সময়ের মধ্যে অপ্রাপ্তবয়স্কদের করা অপরাধের সংখ্যা বেশ কিছু পরিমাণে বেড়েছে।