শেষ আপডেট: 28th July 2023 10:18
দ্য ওয়াল ব্যুরো: হিন্দিতে একটি উক্তি আছে, 'ভগবান যব দেতা হ্যায়, তো ছাপ্পার ফাড়কে দেতা হ্যায় ...'।
সত্যি সত্যিই ঝুলি উপুড় করে পেলেন ১১ জন মহিলা। পকেটে ২৫ টাকাও থাকত না। তাঁরাই আজ কোটি টাকার (Lottery Ticket) মালিক। ১১ জন মিলে ২৫০ টাকা দিয়ে লটারির টিকিট কাটেন। আর তার পরেই চমৎকার হয়ে যায়। মনসুন বাম্পারে ১০ কোটির জ্যাকপট (Lottery Ticket) জিতে নেন তাঁরা। প্রথমটা বিশ্বাস হয়নি, কিন্তু পরে দেখেন সত্যিই লটারিতে মেগা প্রাইজ জিতেছেন তাঁরা।
কেরল হরিথা কর্মা সেনার সদস্য ওই ১১ জন। তাঁরা সবুজ সেনা নামে পরিচিত। এই সংগঠন পুরসভার হয়ে কাজ করে। কেরলের পারাপ্পানানগাড়ি মিউনিসিপ্যালিটির হয়ে কাজ করেন হরিথা কর্মা সেনার মহিলারা। তাঁদের কাজ হল বাড়ি বাড়ি ঘুরে প্লাস্টিক জাতীয় নন-বায়োডিগ্রেডেবল বর্জ্য সংগ্রহ করে সেগুলো রিসাইক্লিং সেন্টারে পাঠানো। এলাকার পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্বও তাঁদের।
সংগঠনের প্রধান শিজা বলছেন, এই মহিলারা খুবই অভাবী। সংসার চালাতেই তাঁরা স্বনির্ভর হয়ে কাজ করছেন। এই মহিলাদের কারও পরিবারে অসুস্থ লোকজন রয়েছেন, কারও মেয়ে বা বোনের বিয়ে বাকি, কেউ ঋণের টাকা শোধ করতে ঘটিবাটি বিক্রি করছেন। লটারির জেতা টাকা (Lottery Ticket) তাঁদের সংসারে সুখ আনবে।
‘সংসারে টানাটানি। পকেটে পয়সা ছিল না। কোনওরকম টাকা জোগাড় করে লটারির টিকিট কেটেছিলাম আমরা। মেগা প্রাইজ জিতব তা কল্পনাতেও ছিল না’, বলেছেন সংগঠনের এক সদস্যা রাধা। তিনি বলছেন, পালাক্কাড় এলাকা থেকে লটারির কেটেছিলেন তাঁরা। ১১ জন মিলে কিছু কিছু টাকা দিয়ে ২৫০ টাকা উঠেছিল। ওই টাকা দিয়েই লটারির টিকিট কাটেন তাঁরা। আর তারপরই ভাগ্য ফিরে যায় তাঁদের।