শেষ আপডেট: 11th August 2018 06:57
দ্য ওয়াল ব্যুরো: চুরি করে পালিয়ে বমাল-সহ ধৃত চোরেদের কথা অনেক বার জানা গিয়েছে। কিন্তু এ বার ঘটল, চুরি করে পালিয়ে বমাল-সহ মৃত চোর। তবে সেই 'মাল' আবার যেমন তেমন নয়, আস্ত একটি বিমান। এমনটাই ঘটেছে ওয়াশিংটনের সিয়াটেল ট্যাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে। বন্দরে রাখা আলাস্কা এয়ারের কিউ-৪০০ বিমানটিকে, শুক্রবার সন্ধ্যায় বিনা অনুমতিতে উড়িয়ে নিয়ে পালান এক ব্যক্তি। কিন্তু খানিক পরেই ভেঙে পড়ে বিমানটি।
বিমানবন্দর সূত্রের খবর, বিমানে কোনও যাত্রী ছিলেন না। বিমানটি ওড়ার কথাও ছিল না। যিনি এই কাণ্ড ঘটিয়েছেন, তাঁর বিমান ওড়ানোর অনুমোদনও ছিল না। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হওয়ার জন্যই এই পথ বেছে নিয়েছেন। তাঁর পরিচয় জানা যায়নি। উদ্ধার হয়নি দেহও। বিমানবন্দর সূত্রের খবর, বাইরের কোনও দুষ্কৃতী নয়, এক বিমানকর্মী যুবকই বিমানটি ওড়ান, তাঁর বয়স ২৯। আলাস্কা বিমানবন্দরের তরফে একটি টুইটও করা হয় এর পরে।
https://twitter.com/AlaskaAir/status/1028133075295727616
বিমানটি ওড়ার কিছু ক্ষণ পরেই ট্র্যাফিক কন্ট্রোল রুমের কর্মীরা বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে নির্দেশ দেওয়া হয় বিমান অবতরণ করাতে। কিন্তু কিছু পরেই সমুদ্রের উপরে, কেট্রন আইল্যান্ডের কাছে ভেঙে পড়ে বিমানটি। আগুন জ্বলে যায় সমুদ্রের উপরে। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল নৌকা নিয়ে পৌঁছয় ঘটনাস্থলে। পাঠানো হয় অন্য বিমানও। কিছু ক্ষণের জন্য বিমানবন্দরে বন্ধ হয়ে যায় স্বাভাবিক বিমান চলাচল।
কে, কেন, কেমন করে বিমান নিয়ে পালালেন, বিমানটি ভেঙে পড়ার সঠিক কারণই বা কী, তা জানতে তদন্ত চলছে।