শেষ আপডেট: 31st October 2024 15:55
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এগুলি হল- মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, তালডাংরা, সিতাই এবং মাদারিহাট। সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রগুলিতে ইতিমধ্যে টহলদারি শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর।
এবার ফোর্সের সংখ্যাও বাড়ানো হচ্ছে। কমিশন সূত্রে জানা গেছে, ৬ কেন্দ্রের জন্য প্রথমে ৮৯ কোম্পানি জওয়ান মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে কিছু এলাকা থেকে অতিরিক্ত বাহিনী মোতায়েনের দাবি উঠেছিল।
এরপরই আরও ১৯ কোম্পানি অতিরিক্ত বাহিনী মোতায়েনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে জানিয়েছিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, তা মঞ্জুর করা হচ্ছে বলে এদিনই রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছে অমিত শাহের মন্ত্রক।
৬টি কেন্দ্রের ভোট গণনা হবে ২৩ নভেম্বর। জানা যাচ্ছে, ভোট মিটলেও ভোট গণনা এবং তারপরেও কিছুদিন এলাকায় মোতায়েন থাকবে বাহিনী।
মোট ১০৮ কোম্পানি বাহিনীর মধ্যে সিআরপিএফ থাকবে ২৯ কোম্পানি। একইভাবে বিএসএফ ৪০ কোম্পানি, সিআইএসএফ ও আইটিবিপি ১২ কোম্পানি এবং এসএসবি থাকবে ১৩ কোম্পানি।
জানা যাচ্ছে, এই ১০৮ কোম্পানির পাশাপাশি ভোটের সময় থাকবে রাজ্যের বাহিনীও। বাহিনীর মোতায়েন ও মুভমেন্টের বিষয়ে সমন্বয়ের দায়িত্বে থাকছেন সিআইপিএফ-র ওয়েস্ট বেঙ্গল সেক্টরের আইজি বি কে শর্মা।