শেষ আপডেট: 3rd January 2025 15:38
দ্য ওয়াল ব্যুরো: ১২ মাসে ১৩ পার্বণ নিয়ে বাঙালি! আর সেখানে 'করুক মাথা ঝিম ঝিম' থাকবে না, তা কি কখনও হয়!
আবগারি দফতরের পরিসংখ্যান বলছে, কলকাতা-সহ সারা রাজ্যে যেখানে বছরে গড়ে প্রায় দু'হাজার কোটি টাকার মদ বিক্রি হয় সেখানে বর্ষবিদায়-বর্ষবরণে রাজ্যে মদ বিক্রি হয়েছে প্রায় হাজার কোটি টাকার! পরিসংখ্যানের নিরিখে বড়দিন থেকে শুরু করে বর্ষবিদায় কিংবা বর্ষবরণে দুর্গা পুজোর রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে বাঙালি।
আবগারি দফতর সূত্রের খবর, গত দুর্গাপুজোর চারদিনে রাজ্যে মোট মদ বিক্রির পরিমাণ ছিল প্রায় ১২০ কোটি টাকা। সেখানে ২০ ডিসেম্বর থেকে বড়দিন, নববর্ষে মদ বিক্রির পরিমাণ প্রায় আট গুণ বেশি। এবং বিক্রি বা চাহিদার নিরিখে দেশি নয়, এগিয়ে রয়েছে বিদেশি মদ এবং বিয়ার।
সম্প্রতি বাজেটে মদের দাম বৃদ্ধি করা হয়েছে। ফলে দাম বৃদ্ধি হওয়ায় বিক্রি কিছুটা কমতে পারে বলে অনেকের ধারণা ছিল। কিন্তু সরকারি পরিসংখ্যান বলছে, উৎসবে রাতে 'এই তো জীবন'কে আরও বেশি করে উপভোগ করতে দামের পরোয়া করেনি বাঙালি। বরং অতীতের রেকর্ড ভেঙে দিয়েছে। যার ফলে রাজ্যেরও বাড়তি লক্ষ্মীলাভ হয়েছে।