শেষ আপডেট: 2nd November 2020 11:05
দ্য ওয়াল ব্যুরো: বয়সের ভারে ঝুঁকে পড়েছে দেহ। হাতে ধরা ওয়াকিং ফ্রেম। সেটা ধরে কোনও রকমে খোলা বাগানে হাঁটছেন তিনি। খুব ধীরে ধীরে এগোচ্ছেন সামান্য দূরত্ব। দেখেই বোঝা যাচ্ছে, একটা করে পা ফেলতেও রীতিমতো লড়াই করতে হচ্ছে তাঁকে বার্ধক্যের সঙ্গে। কিন্তু তবু হার মানছেন না। কেনই বা মানবেন! এক সময় তো কতই না কঠিন লড়াই করেছেন সত্যিকারের যুদ্ধের ময়দানে। আজ আবারও একটা যুদ্ধের দিন, হার তো মানা যাবে না! এই অদম্য মনোবল নিয়েই, গল্পের বইয়ের হিরোর মতোই, ভবিষ্যৎ প্রজন্মের কাছে দারুণ এক হার-না-মানা বার্তা পৌঁছে দিয়েছিলেন একশো ছুঁই ছুঁই বৃদ্ধ, লন্ডনের টম মুর। প্রাক্তন ব্রিটিশ সেনার এই প্রাক্তন কর্তা শারীরিক ভাবে প্রায় অথর্ব হয়ে গেলেও, মনের দিক থেকে এখনও তরতাজা। ভুলে যাননি দায়িত্ববোধও। তাই নিজের বাগানে ১০০ পা এগিয়ে মানবতার দিকে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। ভাঙা কোমর নিয়ে, করোনা যুদ্ধের বিরুদ্ধে ফান্ড চেয়ে হাঁটেন বৃদ্ধ। আজ পূরণ হল তাঁর ১০০তম জন্মদিন। আজ সেই ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে, ভারতীয় মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকা! সবটাই দান করা হবে ব্রিটেনের স্বাস্থ্য পরিষেবায়।