শেষ আপডেট: 19th February 2024 19:59
দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: বমি, পেট খারাপের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০ জন। বসন্ত পড়তেই ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে পুরুলিয়ায়।
স্বাস্থ্য দফতরের সূত্রে জানা গেছে, আক্রান্তের সংখ্যা প্রায় শতাধিক। অনেকের চিকিৎসা চলছে গ্রামেই। সেখানে বসানো হয়েছে অস্থায়ী মেডিক্যাল টিম। পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হচ্ছে।
সরস্বতী পুজোর পর থেকেই পুরুলিয়ার হুড়া থানার লক্ষণপুর গ্রামের বেশ কয়েকটি পরিবারে ডায়েরিয়ায় প্রকোপ দেখা দেয়। বমি, পায়খানা সহ বিভিন্ন উপসর্গ দেখা দেয় গ্রামবাসীদের শরীরে। বেশ কয়েকজনকে স্থানীয় হুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয় । এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় পুরুলিয়া মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। দিন দিন আক্রান্তের সংখ্যাও বাড়তে থাকে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা গ্রাম জুড়ে। তড়িঘড়ি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে গ্রামে মেডিক্যাল টিম পৌঁছায়।
গ্রামবাসীদের পর্যাপ্ত ওষুধ সরবরাহ করার পাশাপাশি জলের ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হয় গ্রামে। খাবার ও জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
হুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিএমওএইচ ডাক্তার অপূর্ব মণ্ডল জানিয়েছেন, শুক্রবার বমি পেট খাবার নিয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হয়। খোঁজ খবর নেওয়া শুরু হলে, দেখা যায় লক্ষ্মণপুর এলাকায় অনেকেই ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছে। শনিবার মেডিক্যাল টিম সেখানে যায়। পরিস্থিতি খতিয়ে দেখার পরে বোঝা গেছে, সরস্বতী পুজো ছিল, তার পরেদিন ছিল বাসি ভাতের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পরেই গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়েন। সেখানে ক্যাম্প করে মানুষের চিকিৎসা করা হচ্ছে। গ্রামবাসীদের সর্তক করা হয়েছে।