শেষ আপডেট: 31st December 2021 04:51
দ্য ওয়াল ব্যুরো: ফের উদ্ধার কচ্ছপ! বৃহস্পতিবার বরানগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডানলপ মোড় অঞ্চল থেকে আনুমানিক একশোটি বিরল প্রজাতির কচ্ছপ নিয়ে যাওয়ার সময় তিন মহিলা-সহ চার জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই চারজন উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁদের নাম রমেশ কানঞ্জার, নেহা কানঞ্জার, কিশোর কানঞ্জার ও কাজল সিং। বয়স ১৮ থেকে ৩৫-এর মধ্যে। আগে থেকে খবর ছিল পুলিশের কাছে। অভিযুক্ত চার জন হাওড়া স্টেশনে নেমে দুটো ভাড়া করা গাড়ি নিয়ে ডানলপে আসতেই বরানগর থানার পুলিশ গাড়ি আটকে তল্লাশি চালায়। উদ্ধার হয় আনুমানিক একশোটি কচ্ছপ! উদ্ধার করা কচ্ছপগুলি তুলে দেওয়া হয়েছে বন দফতরের হাতে। আটক করা হয়েছে গাড়ি দুটিকে। এর আগে বুধবারই ৫০টি বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার করেছিল বেলঘরিয়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপরে ময়লাখানা থেকে ৫০টি বিলুপ্তপ্রায় কচ্ছপ উদ্ধার করা হয়। সেই সঙ্গে দু’জন যুবককেও গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, দু’জনই নিউ ব্যারাকপুর থানা এলাকার বাসিন্দা। ধৃতদের নাম সৌরভ মুন্সি ও সন্দীপন বিশ্বাস। সূত্রের খবর, বিলুপ্তপ্রায় কচ্ছপগুলি অন্যত্র পাচারের পথেই উদ্ধার করেছে পুলিশ। পরপর এই দুটি ঘটনাই নয়, এক সপ্তাহ আগেই রেল পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছিল বস্তাভর্তি কচ্ছপ। গত সপ্তাহে বৃহস্পতিবার সকালে শেওড়াফুলি জিআরপি কাছে খবর আসে দুন এক্সপ্রেসে করে কচ্ছপ পাচার হচ্ছে। উত্তরপ্রদেশ থেকে হাওড়াতে নিয়ে যাওয়া হচ্ছিল কচ্ছপগুলি। শেওড়াফুলি জিআরপি থানার ওসি বিকাশ মুখোপাধ্যায়ের নেতৃত্ব একটি দল শ্রীরামপুর স্টেশনে অপেক্ষা করতে থাকে। সকাল ৮:৩০ মিনিটে এক নম্বর প্লাটফর্মে দুন এক্সপ্রেস ঢুকতে শুরু হয় পুলিশের তল্লাশি। উদ্ধার হয় কচ্ছপ ভর্তি বস্তা। তার মুখ খুলে দেখা যায় ৪২টি কচ্ছপ আছে। কচ্ছপ উদ্ধারের পাশাপাশি পাচারের অভিযোগে বিপ্লব মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।