শেষ আপডেট: 15th February 2024 15:44
দ্য ওয়াল ব্যুরো: গত ২ বছরের বেশি সময় ধরে ১০০ দিনের জব কার্ড হোল্ডারদের প্রাপ্য টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। বারংবার আবেদন নিবেদন করেও সমস্যার সুরাহা না হওয়ায়, গত ৩ ফেব্রুয়ারি রেড রোডের ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকবে না রাজ্য। ১০০ দিনের ২১ লক্ষ শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২১ ফেব্রুয়ারি বকেয়া টাকা পাঠিয়ে দেবে রাজ্য।
একজন প্রাপকও যেন বঞ্চিত না হন, না নিশ্চিত করতে এরপরই প্রশাসনের অভ্যন্তরে যুদ্ধকলীন তৎপরতায় শুরু হয় সার্ভে। সূত্রের খবর, সেখানেই দেখা গিয়েছে প্রকৃত বঞ্চিত জব কার্ড হোল্ডারের সংখ্যা ২১ লক্ষ নয়, তার চেয়েও বেশি।
এদিন বিধানসভায় ওই প্রসঙ্গের উল্লেখ করেন মুখ্যমন্ত্রী নিজেই। তিনি বলেন, "২১ ফেব্রুয়ারি নয়, ১ মার্চ থেকে ১০০ দিনের বকেয়া কাজের টাকা দেওয়া হবে। কারণ সার্ভে করতে গিয়ে দেখা গিয়েছে ২১ লক্ষ বঞ্চিত জব কার্ড হোল্ডারদের জায়গায় মোট বঞ্চিত জব কার্ড হোল্ডারদের সংখ্যা আরও অনেকটা বেশি। প্রায় ২৪ লক্ষ ৫০ হাজার। তাই এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।"
একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, "আবাস এর টাকা যদি এক মাসের মধ্যে কেন্দ্র না দেয়, তাহলে এপ্রিল মাস থেকে আমরা দেব।"
রেড রোডে ধর্না মঞ্চে হাজির হয়েছিলেন ১০০ দিনের বঞ্চিতরাও। গত শনিবার সেখানে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী তাঁদের কাছে জানতে চান, "প্রায় ৩ বছর ধরে কেন্দ্র টাকা আটকে রেখেছে, আপনারা কষ্টের মধ্যে রয়েছেন। বলুন কী করব?"
সমস্বরে আওয়াজ ওঠে, আরও আন্দোলন। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, "আন্দোলন তো চলছে। কিন্তু কেন্দ্র ভাবছে এভাবে বাংলাকে ভাতে মারবে। জেনে রাখুন, আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাংলাকে রক্ষা করব। বাংলার কোনও ক্ষতি হতে দেব না।"
এরপরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, আগামী ২১ ফেব্রুয়ারি রাজ্যের ১০০ দিনের শ্রমিকদের অ্যাকাউন্টে তাঁদের প্রাপ্য টাকা পাঠিয়ে দেবে রাজ্য। রাজ্য সরকারই দেবে এই টাকাটা।
তবে বঞ্চিত প্রাপকের প্রকৃত সংখ্যা অনেকটাই বেড়ে যাওয়ায় সেই টাকা দিতে আরও প্রায় ১০ দিন সময় লাগবে বলে এদিন বিধানসভায় নিজেই জানান মুখ্যমন্ত্রী।