শেষ আপডেট: 4th December 2022 06:59
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার থেকেই নিখোঁজ ছিল ১০ বছরের নাবালিকা। অবশেষে তলপেট কেটে ফাঁক হয়ে থাকা অবস্থায় (dead body with Abdomen cut open) তার দেহ মিলল চাষের জমিতে। আশেপাশেই পড়েছিল শরীরের বিভিন্ন অন্ত্র (visceral organs scattered)।
নারকীয় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (UP) পিলভিটে। সূত্রের খবর, গত শুক্রবার থেকে খোঁজ মিলছিল না নাবালিকার। তার দেহ উদ্ধারের পর এটুকু স্পষ্ট, নৃশংস নির্যাতনের পর খুন করা হয়েছে নাবালিকাকে।
শুক্রবার কাকা এবং বাড়ির অন্যান্যদের সঙ্গে গ্রামের একটি মেলায় গিয়েছিল ওই নাবালিকা। সেখান থেকেই আচমকা নিখোঁজ হয়ে যায় সে। পরের দিন মাধোপুর গ্রামের একটি কৃষিজমিতে নাবালিকার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে তার পরিজনরা। তার জুতোও উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকেই।
এই ঘটনায় শাকিল বৈস্তব নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে নাবালিকার পরিবারের তরফে। তাকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরীর বাবার সঙ্গে পুরনো শত্রুতা ছিল ওই যুবকের। সেই রাগ থেকেই সে এই কাণ্ড ঘটিয়েছে বলে অনুমান করা হচ্ছে।
ইতিমধ্যেই নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রাহুলের ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়ায় চাকরি গেল মধ্যপ্রদেশের স্কুল শিক্ষকের