শেষ আপডেট: 30 October 2023 14:43
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বাদুড়িয়া ৫ নম্বর ওয়ার্ডে বাকিবুরের রাইস মিলের হদিশ পাওয়ার পরেই এবার মিলল ১০ কোটির গোডাউনের খোঁজ।
বেড়াচাঁপা ও বাদুড়িয়া রোডের ধারেই রয়েছে এই গোডাউন। যদুরহাটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের আগাপুর এলাকায় চার বিঘা জমির উপরেই গড়ে তোলা হয়েছে এই গোডাউন। গত ছমাস আগে নীল সাদা রং করা হয়েছে সেখানে। ওই গোডাউন এখনও চালু হয়নি। যদিও সেখানে নিরাপত্তারক্ষী রয়েছে।
ঝাঁ চকচকে গোডাউন নিয়ে গ্রামবাসীদের বিস্তর কৌতুল রয়েছে আগে থেকেই। এখানে দু'জন নিরাপত্তারক্ষী রয়েছেন। শিফ্ট অনুযায়ী তাঁরা ডিউটি করেন।
বাকিবুর এই গোডাউনের মালিক কিনা তা জিজ্ঞেস করলে তাঁরা জানিয়েছেন, এই গোডাউনের মালিকানা রয়েছে মুকুল মণ্ডলের নামে।
সূত্রের খবর, বাকিবুরের রহমানের এক আত্মীয় হলেন মুকুল মণ্ডল। স্বাভাবিক ভাবেই এই সম্পত্তি বেনামে বাকিবুরের কিনা তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। এলাকার বাসিন্দাদের দাবি, এই সম্পত্তির মালিক বাকিবুরের।
১১ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতে রয়েছে বাকিবুর। ইডির তথ্য অনুযায়ী, নামে বেনামে বহু সম্পত্তির কিনেছিল সে। গোডাউনের কেয়ারটেকার জানিয়েছেন, ২০১২-১৩ সালে এই জমি কেনা হয়েছিল। তারপর গোডাউন তৈরি করা হয়। গত ছয় মাস আগে গোডাউনে রঙ করা হয়েছে। এখনও চালু হয়নি।