শেষ আপডেট: 24th September 2023 10:47
দ্য ওয়াল ব্যুরো: চলন্ত ট্রেনে ডাকাতি (Robbery)। কামরার মধ্যে এলোপাথাড়ি গুলি চালাল তারা। যাত্রীদের মাথায় বন্দুক ঠেকিয়ে জিনিসপত্র লুঠ করে পালাল ডাকাতের দল! জানা গেছে, এই ঘটনায় কয়েকজন যাত্রী আহতও হয়েছেন।
ঘটনাটি ঘটেছে সম্বলপুর-জম্মু তাওয়াই এক্সপ্রেসে (Sambalpur-Jammu Tawi Express)। শনিবার রাত মধ্যরাতে ট্রেন যখন ঝাড়খণ্ডের লাতেহার ও বারওয়াডিহ স্টেশনের মাঝে, তখন এস৯ কামরায় একদল দুষ্কৃতী বন্দুক উঁচিয়ে তাণ্ডব শুরু করে। যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময় ডাকাতরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
যাত্রীদের কথায়, ডাকাত দলে ১০ থেকে ১২ জন ছিল (10 Armed Robbers Attack)। প্রত্যেকের বয়স ২৫-৩০ বছরের মধ্যে। তাদের মধ্যে দু'জন সশস্ত্র ছিল। তাদের সঙ্গে ছিল দেশি বন্দুক। প্রত্যেকের মুখ ঢাকা ছিল কালো কাপড়ে। ১৫ জন যাত্রীর সর্বস্ব লুঠ করেছে ডাকাতরা। ৮ জনকে হেনস্থাও করা হয়েছে বলে অভিযোগ।
এই ঘটনায় স্বভাবতই ট্রেনে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেল। ট্রেন ডালটনগঞ্জ স্টেশনে থামতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। আহতদের সেখানে প্রাথমিক চিকিৎসাও করানো হয়। প্রায় ২ ঘণ্টা ডালটনগঞ্জ স্টেশনে ট্রেন দাঁড়িয়ে ছিল। তারপর ফের গন্তব্যের দিকে রওনা দেয়।
রেল পুলিশের এক কর্তার কথায়, 'বন্দুকের গুলিতে কেউ আহত হননি। দুষ্কৃতীরা বন্দুকের বাট দিয়ে কয়েকজন যাত্রীকে আঘাত করে। ৮ জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা করানো হয়েছে। মোবাইল, গয়না সহ বেশকিছু মূল্যবান জিনিস চুরি গেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।' রেল পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করে।
আরও পড়ুন: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবিভিপি-র দখলেই, আলাদা লড়াই করে ডুবল বাম-কংগ্রেসের ইউনিয়ন