শেষ আপডেট: 9th October 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা। ভিলাইয়ের স্টিল প্ল্যান্ট বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। গোটা ঘটনায় উচ্চ পর্যায় তদন্তের পথে হাঁটতে চলেছে সংস্থার কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে প্ল্যান্টের সিইও এম রবিকে। আরও দুই শীর্ষ আধিকারিককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে ছত্তীসগঢ়ের রাইপুর থেকে ৩০ কিলোমিটার দূরে ভিলাইয়ের স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ হয়। জানা যায়, ওই প্ল্যান্টের ১১ নম্বর কোক আভেন ব্যাটারি কমপ্লেক্স-এ নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের সময় গ্যাসের পাইপলাইন ফেটে এই বিস্ফোরণ হয়। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। সেই সময় কারখানায় প্রচুর কর্মী উপস্থিত ছিলেন। বিস্ফোরণের আগুনে ঝলসে যান ৯ জন। সংস্থার তরফে জানা যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ৯ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ১১ জন। সংস্থা সূত্রে খবর, প্ল্যান্টের জেনারেল ম্যানেজার (সেফটি) টি পাণ্ড এবং ডিজিএম নবীন কুমারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দিল্লি এইমস বার্ন ইউনিটের প্রধান ডঃ মণীশ সিঙ্ঘল ইতিমধ্যেই ভিলাই পৌঁছেছেন। প্ল্যান্টের এক আধিকারিকের কথায়, "হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন অন্তত ১২ জন কর্মী। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। দেহের ৭০-৮০ শতাংশই আগুনে ঝলসে গেছে। " এ দিন ঘটনাস্থল পরিদর্শনে যান কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী চৌধুরি বীরেন্দ্র সিংহ। রাজ্য সরকারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রী জে পি নাড্ডাও। ঘটনার তদন্তের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন সেল-এর চেয়ারম্যান। সংস্থার তরফে জানানো হয়েছে, মৃতদের পরিবারকে মাথা পিছু ৩০ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ১৫ লক্ষ টাকা করে। বাকি কর্মীরা যারা দুর্ঘটনার দিন আহত হয়েছিলেন তাঁদের দেওয়া হবে ২ লক্ষ টাকা করে।