শেষ আপডেট: 14th February 2022 18:30
দ্য ওয়াল ব্যুরো: মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ে মৃত সৌমেন বাগের মায়ের হাতে বিমার টাকা তুলে দিলেন এলআইসি-র আধিকারিকরা। ব্রিজ বিপর্যয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই বিমার ৪ লক্ষ ৮ হাজার ৬০০ টাকা তুলে দেওয়া হল সৌমেনের পরিবারের হাতে। মাঝেরহাটের ভয়ানক বিপর্যয়ের পরে কেটে গেছে প্রায় ৪৮ ঘণ্টা। ছেলে হারিয়ে শোকে পাথর সৌমেন বাগের মা অনিতা দেবী। গোটা বাড়িটাই কার্যত থম মেরে গেছে। সৌমেনের পরিবার জানিয়েছে, অভাবের সংসার চলত তাঁরই টিউশনের টাকায়। সেই টাকা থেকেই কিছুটা বাঁচিয়ে জীবন বিমা করে সৌমেন। সেই টাকাই পৌঁছে দিয়ে আসেন এলাআইসি আধিকারিকরা। বছর সাতাশের ঝকঝকে তরুণ সৌমেন। পেশায় ওষুধের দোকানের কর্মী সৌমেনের আসল বাড়ি বজবজের বাটায়। তবে, বেহালার শীলপাড়ায় মামার বাড়িতেই থাকতেন তিনি। মঙ্গলবার সকালে কলেজ স্ট্রীটে বই কিনতে গিয়েছিলেন সৌমেন। সঙ্গে ছিল তাঁর এক বন্ধু। বই কিনে স্কুটিতে চেপে বেহালায় ফেরার পথে মাঝেরহাট ব্রিজের উপর উঠতেই ঘটে বিপত্তি। সেই সময় হুড়মুড় করে ভেঙে পড়ে ব্রিজের একাংশ। দুর্ঘটনার মধ্যে পড়ে মাথায় গুরুতর চোট পান তিনি। ঘটনাস্থলেই হয় মৃত্যু। তাঁর দেহ যখন এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয় ডাক্তারেরা জবাব দিয়ে দেন। সরশুনা কলেজের মেধাবী ছাত্র সৌমেন অর্থাভাবের কারণেই থাকতেন মামার বাড়িতে। বউ পড়তে অসম্ভব ভালবাসতেন। ছাত্র পড়িয়ে রোজগারের টাকা বাঁচিয়েই বিমা করেছিলেন তিনি। তাই তাঁর মৃত্যুর পর আর বিন্দুমাত্র সময় নষ্ট করেননি এলআইসি-র আধিকারিকরা। অভাবী পরিবারটির কাছে যত দ্রুত সম্ভব টাকা পৌঁছে দেওয়ার ব্য়বস্থা করেছেন তাঁরা।